Homeখেলাধুলোএশিয়ান গেমস ২০২৩: তিরন্দাজিতে সোনা, পদকের সংখ্যায় জাকার্তার রেকর্ড ভাঙল ভারত

এশিয়ান গেমস ২০২৩: তিরন্দাজিতে সোনা, পদকের সংখ্যায় জাকার্তার রেকর্ড ভাঙল ভারত

প্রকাশিত

হ্যাংঝাউ: এশিয়ান গেমসের ইতিহাসে এত ভালো ফল আগে কখনও করেনি ভারত। মোট পদকের সংখ্যায় ভারত পেরিয়ে গেল তাদের জাকার্তা গেমসের রেকর্ড। ২০১৮ সালে জাকার্তায় ৭০টি পদক জিতেছিল ভারত। আর সোনা জয়ের হিসাবে আপাতত তারা জাকার্তা গেমসে পাওয়া ১৬টি পদকের রেকর্ড ছুঁয়েছে।

বুধবার সকালে তিরন্দাজিতে সোনা পাওয়ার সঙ্গে সঙ্গে ভারতের পদক সংখ্যা দাঁড়ায়  ৭১। তার পর ব্রোঞ্জ পায় স্কোয়াশে মিস্কড্‌ ডাবলসে। ভারতের পদক সংখ্যা দাঁড়ায় ৭২। মঙ্গলবার পর্যন্ত ভারতের পদকের সংখ্যা ছিল ৬৯। এর পর বুধবার সকালে প্রথম পদক আসে অ্যাথলেটিক্স থেকে। একটি ব্রোঞ্জ পদক পাওয়ার সঙ্গে সঙ্গে জাকার্তা গেমসের রেকর্ড ছোঁয় ভারত। তার পর তিরন্দাজিতে সোনার পদক ভারতকে সর্বাধিক পদকের রেকর্ডে নিয়ে যায়। এর পর স্কোয়াশে পদক।

গেমসের এখনও চার দিন বাকি। সুতরাং ভারতের পদকসংখ্যা যে অনেক বাড়বে, তাতে কোনো সন্দেহ নেই।

তিরন্দাজিতে সোনা  

বুধবার সকালে তিরন্দাজির কম্পাউন্ড মিস্কড্‌ দলগত বিভাগে সোনা জিতল ভারত। ভারতের জুটি জ্যোতি সুরেখা বেন্নাম এবং ওজাস প্রবীণ দেওতালে এই ইভেন্টের ফাইনালে দক্ষিণ কোরীয় জুটি সো চেওন এবং জু জাইহুনকে ১৫৯-১৫৮ পয়েন্টে হারাল।

কমপাউন্ড মিক্সড ইভেন্টে মোট ৮টি রাউন্ড হয়। প্রতি রাউন্ডে ২০ পয়েন্ট। সুতরাং মোট ১৬০ পয়েন্টের খেলা হয়। ভারতের জুটি জ্যোতি আর ওজাস প্রথম রাউন্ডেই ২০ স্কোর করেন। অন্য দিকে কোরীয় জুটি ১ পয়েন্ট কম স্কোর করেন। ফলে প্রথম রাউন্ডেই এগিয়ে যায় ভারত।

তার পর সমানে সমানে খেলা চলতে থাকে। পঞ্চম রাউন্ডে ওজাস ৯ স্কোর করেন। ফলে ভারতীয় জুটির ১৯ হয়। কিন্তু কোরীয় জুটি ২০ করায় দু’ দলই পঞ্চম রাউন্ডের পর সমান পয়েন্টে চলে আসে। সপ্তম রাউন্ডে কোরীয় জুটি ১ পয়েন্ট কম স্কোর করেন। ফলে ভারত ১ পয়েন্টে এগিয়ে যায়। শেষ রাউন্ডে ভারতীয় জুটি ২০ স্কোর করায় কোরীয় জুটির আর কিছু করার ছিল না। ফলে ১৫৯-১৫৮ ব্যবধানে ম্যাচ জিতে দেশের জন্য ১৬তম সোনা আনেন জ্যোতি ও ওজাস।

অ্যাথলেটিক্সে আরও ১টি ব্রোঞ্জ   

এ দিন সকালে আরও একটি পদক এসেছে অ্যাথলেটিক্স থেকে। এই নিয়ে অ্যাথলেটিক্সে পদকের সংখ্যা দাঁড়াল ২৩। ৩৫ কিমি রেস ওয়াক মিস্কড্‌ দলগত বিভাগের ফাইনালে বাবু রাম ও মঞ্জু রানির জুটি তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক পেলেন।

২ ঘণ্টা ৪২ মিনিট ১১ সেকেন্ড সময় করে বাবু রাম ছিলেন চতুর্থ স্থান এবং ৩ ঘণ্টা ৯ মিনিট ৩ সেকেন্ড সময় করে মঞ্জু রানি ছিলেন ষষ্ঠ স্থানে। কিন্তু দু’ জনের মিলিত সময় দাঁড়ায় ৫ ঘণ্টা ৫১ মিনিট ১৪ সেকেন্ড। এই সামগ্রিক সময়ের ভিত্তিতে তাঁরা তৃতীয় স্থান দখল করেন।

স্কোয়াশে ব্রোঞ্জ পদক

স্কোয়াশে মিস্কড্‌ ডাবলসের সেমিফাইনালে মালয়েশিয়ার আইফা বিনতি আজমান এবং মোহম্মদ সিফিক বিন মোহম্মদ কামাল জুটি ১১-৮, ২-১১, ৯-১১ ফলে হারান ভারতের দীপিকা অনাহত সিং এবং অভয় সিংয়ের জুটিকে। ফলে দীপিকা ও অভয় ব্রোঞ্জ পদক পান।

আরও পড়ুন   

এশিয়ান গেমস ২০২৩: আর একটা পদক পেলেই জাকার্তা এশিয়াডের রেকর্ড ছোঁবে ভারত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলাদেশি সন্দেহে কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে মারধর! বিএসএফের বিরুদ্ধে অভিযোগ দায়ের নদিয়ায়

বাংলাদেশি সন্দেহে নদিয়ার এক কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। জখম কৃষক রফিকুল মোল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন, ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে চাপড়া সীমান্তে।

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

জমি-বাড়ি কিনলেই স্বয়ংক্রিয়ভাবে পুর-মিউটেশন! নতুন নিয়ম আনছে রাজ্য সরকার

জমি-বাড়ি কেনাবেচায় আর নয় পুরসভার দৌড়ঝাঁপ। রেজিস্ট্রেশনের সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে পুর-মিউটেশন। নতুন এই ব্যবস্থা আনছে রাজ্য সরকার, যাতে হয়রানি কমে ও কর সংগ্রহ বাড়ে।

বিশ্বকাপের ফাইনাল, এর চেয়ে বড় সুযোগ জীবনে আর কিছু হতে পারে না: হরমনপ্রীত কৌর

খবর অনলাইন ডেস্ক: দু’দিন আগেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা...

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।