Home খেলাধুলো প্যারিস অলিম্পিক্স ২০২৪: আয়ারল্যান্ডকে হারিয়ে হকিতে ভারত শেষ ৮-এ, ব্যাডমিন্টনে সাত্ত্বিক-চিরাগ জুটিও...

প্যারিস অলিম্পিক্স ২০২৪: আয়ারল্যান্ডকে হারিয়ে হকিতে ভারত শেষ ৮-এ, ব্যাডমিন্টনে সাত্ত্বিক-চিরাগ জুটিও কোয়ার্টার ফাইনালে

0
জয়ের পরে সাত্ত্বিক জড়িয়ে ধরেছেন চিরাগকে। ছবি থেকে নেওয়া BAI Media ‘X’ থেকে নেওয়া।

খবর অনলাইন ডেস্ক: প্যারিস অলিম্পিক্সের চতুর্থ দিনটা ভালোয়-মন্দয় কাটল। দিনের প্রথম খবরটা ছিল অত্যন্ত আনন্দদায়ক। শুটার মনু ভাকের ও সরবজোত সিংয়ের ব্রোঞ্জ পদক জয়। ১০ মিটার এয়ার পিস্তলে মিক্সড্‌ ইভেন্টে তাঁরা তৃতীয় হলেন। আর মনু ভাকের অর্জন করলেন বিরল সম্মান। এর আগে স্বাধীন ভারতে কোনো অ্যাথলেট একই অলিম্পিক গেম্‌স থেকে একাধিক পদক জিততে পারেননি।

পুরুষদের হকিতে ভারত তাদের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারাল। পুল ‘বি’-এর খেলায় ৩টি ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে কোয়ার্টার ফাইনালে চলে গেল ভারত। দুটি পুল থেকে শীর্ষে থাকা ৪টি করে দল কোয়ার্টার ফাইনালে যাবে।

ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে ইন্দোনেশীয় জুটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। অলিম্পিক্সে ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে এই প্রথম কোনো ভারতীয় জুটি কোয়ার্টার ফাইনালে পৌঁছোল।

তিরন্দাজিতে মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন ভজন কৌর।   

মঙ্গলবার বিভিন্ন বিভাগে ভারতের ফলাফল

শুটিং

মনু ভাকের ও সরবজোত সিংয়ের ব্রোঞ্জ জয়ের পর বিষাদের খবর পুরুষদের ট্র্যাপ ইভেন্টে ৩০ জনের মধ্যে ২১তম স্থান পেয়ে বিদায় পৃথ্বীরাজ টোন্ডাইমানের।

রোয়িং

পুরুষদের সিঙ্গল স্কালসে কোয়ার্টার ফাইনালে হিটে পঞ্চম হয়েছেন বলরাজ পানোয়ার।

তিরন্দাজি

‘রাউন্ড অফ ৩২’-এ ইন্দোনেশিয়ার সিফা নুরাফিফা কামালকে ৭-৩ স্কোরে এবং ‘রাউন্ড অফ ১৬’-য় পোল্যান্ডের উইওলেতা মিসজোরকে ৬-০ স্কোরে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন ভজন কৌর।

মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে পোল্যান্ডের উইওলেতা মিসজোরের কাছে ৪-৬ স্কোরে পরাজিত হলেন অঙ্কিতা ভকত।

পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে চেক রিপাবলিকের অ্যাডাম লি-কে ৭-১ স্কোরে হারিয়ে রাউন্ড অফ ১৬-য় ওঠেন ধীরাজ বোম্মাদেবরা। কিন্তু পরে কানাডার এরিক পিটার্সের কাছে ৫-৬ স্কোরে হেরে রাউন্ড অফ ১৬-য় বিদায় নেন।

paris hockey 31.07

গোলের পরে সতীর্থ খেলোয়াড়ের অভিনন্দন হরমনপ্রীতকে (ডানদিকে)। ছবি সৌজন্যে hockeyindia.org।

হকি

পুল ‘বি’-র ম্যাচে আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল ভারত। ২টো গোলই করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। প্রথমটি ম্যাচের ১১ মিনিটে এবং দ্বিতীয়টি ম্যাচের ১৯ মিনিটে। এই নিয়ে এবারের অলিম্পিক্সে হরমনপ্রীতের গোলের সংখ্যা দাঁড়াল ৪।

ব্যাডমিন্টন

ইন্দোনেশিয়ার ফজর আলফিয়ান এবং মুহম্মদ রিয়ান আদ্রিয়ান্তোকে ২১-১৩, ২১-১৩ ফলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি।

মেয়েদের ডাবলসে অস্ট্রেলিয়ার সেতিয়ানা মাপাসা এবং আঞ্জেলা ইউয়ের কাছে ১৫-২১, ১০-২১ ফলে হেরে গেলেন অশ্বিনী পোনাপ্পা এবং তানিশা ক্রাস্তো। এই নিয়ে টানা ৩টি ম্যাচে হারল পোনাপ্পা-ক্রাস্তো জুটি।

বক্সিং

পুরুষদের ৫১ কেজি বিভাগে ‘রাউন্ড অফ ১৬’-য় জাম্বিয়ার প্যাট্রিক চিনইয়েম্বার কাছে ১-৪ স্কোরে হেরে গেলেন অমিত পঙ্ঘল।

সর্বসম্মত সিদ্ধান্তে মেয়েদের ৫৭ কেজি বিভাগের ‘রাউন্ড অফ ৩২’-এ জসমিন লামবোরিয়া পরাজিত হলেন ফিলিপাইন্সের নেস্থি পেটিসিয়োর কাছে।

বিচারকদের রায়ে হেরে গেলেন প্রীতি পওয়ার। মেয়েদের ৫৪ কেজি বিভাগে ‘রাউন্ড অফ ১৬’-য় প্রীতির পক্ষে রায় দিলেন ২ জন বিচারক, বিরুদ্ধে রায় দিলেন ৩ জন বিচারক। জিতলেন কোলোম্বিয়ার ইয়েনি মারসেলা আরিয়াস।

আরও পড়ুন

প্যারিস অলিম্পিক্স ২০২৪: মনু ভাকেরের দ্বিতীয় ব্রোঞ্জ, শুটিং-এ সরবজোতকে সঙ্গী করে হারালেন দক্ষিণ কোরীয় জুটিকে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version