Home খবর বিদেশ রাতের আকাশে ইউএফও! অদৃশ্য হয়ে যাওয়া রহস্যময় বস্তু ধরা পড়ল ভিডিয়োয়

রাতের আকাশে ইউএফও! অদৃশ্য হয়ে যাওয়া রহস্যময় বস্তু ধরা পড়ল ভিডিয়োয়

0

দীর্ঘদিন ধরেই আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টস (ইউএফও) নিয়ে আগ্রহের অন্ত নেই। যদিও এলিয়েনদের অস্তিত্ব এখনও রহস্যময়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায়শই শোনা যায়, সেখানে ইউএফও দেখা গেছে। তেমন খবরেই নতুন একটি সংযোজন ঘটল দম্পতি। ইউএফও দেখতে পাওয়ার নতুন একটি ঘটনা ইন্টারনেটকে চমকে দিয়েছে। রিপোর্ট অনুসারে, এই দৃশ্যটি না কি স্পেনের ইবিজায় ঘটেছিল।

রহস্যজনক ইউএফও -এর একটি ভিডিও নেটদুনিয়ায়। দাবি করা হচ্ছে, এই ভিডিওটি রেকর্ড করা হয়েছিল স্পেনের উপকূলের কাছে। আনন্দ উপভোগ করার সময় পর্যটকরা ওই ভিডিও রেকর্ড করেন । ক্লিপটিতে দেখা যাচ্ছে যে কিছু লোক বসে আছেন, দূর থেকে যেটাকে একটি পাহাড় বলে মনে হচ্ছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি মেয়ে দৌড়ে আসছে এবং আকাশের দিকে ইশারা করছে। ক্যামেরায় ধরা পড়া উজ্জ্বল আকাশে, একটা চাঁদের মত কোনোকিছু এবং তার পাশে আরেকটি বস্তু দেখতে পাওয়া যায়। কয়েক সেকেন্ডের মধ্যে, অন্য বস্তুটি আকাশ থেকে অদৃশ্য হয়ে গেছে বলে মনে হচ্ছে।

চলতি বছরের জুন মাসে এমনই একটি রিপোর্ট প্রকাশ করেছিল ন্যাশনাল ইউএফও রিপোর্টিং সেন্টার (এনইউএফওআরসি)। সেই রিপোর্ট অনুসারে, রেড রকস অ্যাম্ফিথিয়েটারের কর্মীরা কলোরাডোর আকাশে একটি “অদ্ভুত বস্তু” দেখেছিলেন। সেটা আসলে একটি ইউএফও। কলোরাডোতে সেই ঘটনা এমন একটি জায়গায় ঘটেছিল, যেখানে বেশ কিছু কর্মী রাতে জেগে কাজ করছিলেন। গত ৫ জুন রাত ১টা নাগাদ ঘটনাটি ঘটেছিল বলে দাবি করা হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version