Homeখেলাধুলোপ্যারিস অলিম্পিক্স ২০২৪: মেয়েদের তিরন্দাজি দলের বিদায়, দেখে নিন অন্যান্য খেলায় ভারতের...

প্যারিস অলিম্পিক্স ২০২৪: মেয়েদের তিরন্দাজি দলের বিদায়, দেখে নিন অন্যান্য খেলায় ভারতের ফল

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: মেয়েদের শুটিং-এ মনু ভাকেরের ব্রোঞ্জ পদক জেতার দিন মন খারাপের খবর। ভারতের মেয়েদের তিরন্দাজি দল কোয়ার্টার ফাইনালে ০-৬ ফলে হেরে গেল নেদারল্যান্ডসের কাছে। প্যারিস অলিম্পিক্স আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার একদিন আগেই শুরু হয়ে যায় তিরন্দাজি প্রতিযোগিতা। ভজন কৌর, দীপিকা কুমারী এবং অঙ্কিতা ভকতের টিম প্রথম দিনে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যে আশা জাগিয়েছিল তা রবিবার শেষ হয়ে গেল।

তবে অন্য খেলায় আশা জাগিয়ে রেখেছেন ভারতের খেলোয়াড়রা। ব্যাডমিন্টনে  পিভি সিন্ধু ও এইচএস প্রণয়, বক্সিং-এ নিখাত জারিন, রোয়িং-এ বলরাজ পানোয়ার, শুটিং-এ অর্জুন বাবুতা ও রমিতা জিন্দল এবং টেবিল টেনিসে মণিকা বাত্রা ও শ্রীজা আকুলা পরবর্তী রাউন্ডে পৌঁছে গিয়েছেন।

রবিবার বিভিন্ন বিভাগে ভারতের খেলার ফলাফল

তিরন্দাজি

কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় মেয়েদের তিরন্দাজি দলের।

ব্যাডমিন্টন

প্রথম রাউন্ডে পিভি সিন্ধু মলদ্বীপের ফতিমা রাজ্জাককে ২১-৯, ২১-৬ ফলে হারিয়েছেন।

এইচএস প্রণয় জার্মানির ফাবিয়ান রথকে ২১-১৮, ২১-১২ ফলে হারিয়েছেন।

বক্সিং

মেয়েদের ৫০ কেজি বিভাগে নিখাত জারিন জার্মানির মাক্সি ক্লোয়েৎজারকে ৫-০ ফলে হারিয়ে ‘রাউন্ড অফ ১৬’-য় পৌঁছে গেছেন।

রোয়িং

পুরুষদের সিঙ্গল স্কালসে রিপেচেজ রাউন্ডে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন বলরাজ পানোয়ার।

শুটিং

মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে মনু ভাকেরের ব্রোঞ্জ জয়।

ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে সপ্তম হয়ে ফাইনালে অর্জুন বাবুতা। দ্বাদশ হয়ে বিদায় নিয়েছেন সন্দীপ সিং।

মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে পঞ্চম হয়ে ফাইনালে রমিতা জিন্দল। বিদায় নিয়েছেন এলাবেনিল বালারিবন।  

সাঁতার

পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক হিটে ৫৫.০১ সেকেন্ড সময় কত্রে ৪৬ জনের মধ্যে ৩৩তম স্থানে আছেন শ্রীহরি নটরাজ।

মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইল হিটে ২ মিনিট ০৬.৯৬ সেকেন্ড সময় করে ৩০ জনের মধ্যে ২৩তম স্থানে আছেন ধিনিধি দেসিঙ্ঘু।

টেবিল টেনিস

গ্রেট ব্রিটেনের আন্না হারসেকে ৪-১ ফলে হারিয়ে মেয়েদের সিঙ্গলসে ‘রাউন্ড অফ ৩২’-এ পৌঁছে গিয়েছেন মণিকা বাত্রা।

সুইডেনের খ্রিস্টিনা কলবার্গকে ৪-০ ফলে হারিয়ে মেয়েদের সিঙ্গলসে ‘রাউন্ড অফ ৩২’-এ পৌঁছে গিয়েছেন শ্রীজা আকুলা।

বিদায় নিয়েছেন শরৎ কমল এবং হরমিত দেশাই।

টেনিস

প্রথম রাউন্ডে ফ্রান্সের কোরেনটিন মাউটেটের কাছে ২-৬, ৬-২, ৫-৭ ফলে বিদায় নিলেন সুমিত নগল।

আরও পড়ুন

প্যারিস অলিম্পিক্স ২০২৪: ভারতের প্রথম পদক, ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ মনু ভাকেরের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসএসকেএমের নতুন উডবার্ন ভবনে বহির্বিভাগে খরচ ৩৫০ টাকা, কেবিন ভাড়াও প্রকাশ করল স্বাস্থ্য দফতর

এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবন ‘অনন্য’-র কেবিন ভাড়া ও বহির্বিভাগের খরচ নির্ধারিত হল। ৫ হাজার থেকে ১৫ হাজার টাকায় কেবিন, ৩৫০ টাকায় চিকিৎসা পরামর্শ।

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।