প্রত্যাশা মতোই রবিবার সকালে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিলেন যশপ্রীত বুমরাহ। চোট কাটিয়ে মাঠে ফেরার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন তিনি। অবশেষে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) মেডিক্যাল টিম তাঁর ফিটনেস রিপোর্টে সন্তোষ প্রকাশ করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁকে আইপিএল খেলার ছাড়পত্র দিয়েছে।
বিশ্বের অন্যতম সেরা জোরে বোলার হিসেবে বুমরাহর প্রত্যাবর্তন মুম্বই ইন্ডিয়ান্সের জন্য বড় স্বস্তির খবর। মুম্বই কর্তৃপক্ষ সমাজমাধ্যমে তাঁর যোগদানের খবর জানিয়ে স্বাগত জানিয়েছে। যদিও সোমবার বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে বুমরাহের খেলার সম্ভাবনা নেই। বিসিসিআই মুম্বই দলকে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে, তাঁকে নিয়ে যেন কোনও রকম তাড়াহুড়ো না করা হয়।
বুমরাহের উপর বিশেষ নজর রাখতে বলা হয়েছে মুম্বই ফ্র্যাঞ্চাইজিকে। দেখে নিতে হবে, পুনরায় মাঠে নামার আগে তাঁর শরীরে কোনও অস্বস্তি বা সমস্যা হচ্ছে কি না। তবে তাঁর ফেরায় হার্দিক পাণ্ড্যার নেতৃত্বাধীন মুম্বইয়ের বোলিং শক্তি নিঃসন্দেহে অনেকটাই বেড়ে যাবে।
সূত্রের খবর, আগামী ১৩ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন বুমরাহ। তার আগে অন্তত দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে তাঁর। সময় থাকায় মুম্বই শিবিরে নিজেদের মধ্যে দুটি অনুশীলন ম্যাচের আয়োজন করা হচ্ছে। ওই ম্যাচগুলিতে খেলেই পুরনো ছন্দে ফেরার চেষ্টা করবেন এই তারকা পেসার।