Homeখেলাধুলোআইপিএলক্যামেরন গ্রিনের সেঞ্চুরি, হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফের দৌড়ে মুম্বই

ক্যামেরন গ্রিনের সেঞ্চুরি, হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফের দৌড়ে মুম্বই

প্রকাশিত

প্লে-অফের দৌড়ে নিজেদেরকে বাঁচিয়ে রাখল মুম্বই ইন্ডিয়ান্স। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয় হাসিল করার পর মুম্বই এখন তাকিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাত টাইটান্স ম্যাচের দিকে।

আইপিএলের প্লে-অফে যাওয়ার সমস্ত সম্ভাবনা আগেই হারিয়েছিল হায়দরাবাদ। স্বাভাবিক ভাবেই মুম্বইয়ের বিরুদ্ধে কার্যত নিয়মরক্ষায় মাঠে নেমেছিল তারা। তবে নিয়মরক্ষার ম্যাচ হলেও হালকা ভাবে নেননি হায়দরাবাদের ক্রিকেটাররা। এ দিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২০০ রান তোলে সানরাইজার্স। বিভ্রান্ত শর্মা করলেন ৪৭ বলে ৬৯ রান। ৪৬ বলে ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেললেন ময়ঙ্ক আগরওয়াল। মুম্বইয়ের হয়ে ৩৭ রান দিয়ে ৪ উইকেট নিলেন আকাশ মাধওয়াল।

৪৭ বলে এ দিন নিজের প্রথম আইপিএল সেঞ্চুরি করলেন ক্যামেরন গ্রিন। পাশাপাশি মুম্বইয়ের জয়ে দুর্দান্ত ভূমিকা পালন করলেন তিনি। ষষ্ঠ মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটার হিসেবে আইপিএল সেঞ্চুরি করলেন গ্রিন। অন্য দিকে, ওপেন করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা করলেন ৩৭ বলে ৫৬ রান। সূর্যকুমার যাদব করলেন ১৬ বলে ২৫ রান। হায়দরাবাদের ২০০ রানের জবাবে ১৮ ওভারে ২ উইকেটে ২০১ রান তুলে নেয় মুম্বই।

তবে মুম্বইকে প্লে-অফে যেতে হলে হায়দরাবাদকে হারানোর পাশাপাশি নেট রান রেট উন্নত করাও ছিল বেশ গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ১১.৫ ওভারে তারা যদি ম্যাচ জিততে পারত, তা হলে নেট রান রেটে টপকে যেতে পারত আরসিবি-কে। কিন্তু সেটা আর সম্ভব হল না। অর্থাৎ, ম্যাচ জিতলেও প্লে-অফে মুম্বই ইন্ডিয়ান্সের জায়গা এখনও নিশ্চিত নয়। ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাত টাইটান্স ম্যাচের ফলাফল কী হতে চলেছে, সে দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে রোহিতদের। গুজরাত জিতলে প্লে-অফে যেতে পারে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই।

হায়দরাবাদকে হারিয়ে আপাতত পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে রয়েছে মুম্বই। ১৪ ম্যাচে তাদের দখলে ১৬ পয়েন্ট। অন্য দিকে, ১৩ ম্যাচ খেলে আরসিবি ১৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পঞ্চম স্থানে। বাকি ম্যাচের ফলাফল কী হয়, সেটাই দেখার!

সাম্প্রতিকতম

‘দেশের নিরাপত্তাকে উপেক্ষা করা যায় না’, ভারত-চিন সীমান্ত বিরোধ নিয়ে প্রতিক্রিয়া বিদেশমন্ত্রীর

নয়াদিল্লি: ভারতের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) চিনের বাহিনী মোতায়েনকে অস্বাভাবিক বলে বর্ণনা করলেন...

নাসা জানিয়েছে আর-একটি সৌরঝড় তৈরি হয়েছে, ফের দেখা যেতে পারে মেরুজ্যোতি

খবর অনলাইন ডেস্ক: আজকালের মধ্যে ফের সৌরঝড় আঘাত হানতে পারে পৃথিবীতে। এই সৌরঝড়ের জেরেই...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে নগদ ৫২ হাজার টাকা, ব্যাঙ্ক-ব্যালেন্স কত

নয়াদিল্লি: আজ, মঙ্গলবার উত্তরপ্রদেশের বারাণসী থেকে তৃতীয় বারের জন্য লোকসভা নির্বাচনে মনোনয়ন জমা দিলেন...

বদরীনাথে রাস্তায় প্রতিবাদ-বিক্ষোভ তীর্থ-পুরোহিত ও স্থানীয়দের, বন্ধ হচ্ছে ‘ভিআইপি দর্শন’

খবর অনলাইন ডেস্ক: চার ধামের অন্যতম ধাম, হিমালয়ের কোলে ১০৮০০ ফুট উচ্চতায় বদরীনাথও শেষ...

আরও পড়ুন

বৃষ্টির জন্য কেকেআর-এর বিরুদ্ধে খেলা হল না, প্লে-অফের দৌড়ে বাদ পড়ল গুজরাত

আমদাবাদ: এই প্রথম আইপিএল ২০২৪-এর কোনো ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হল। বজ্রবিদ্যুৎ-সহ অবিরাম বৃষ্টির...

আইপিএল-এর প্লে অফে প্রথম জায়গা করে নিল কেকেআর

কলকাতা: মুম্বই ইন্ডিয়ান্স-এর ইনিংস চার ওভার গড়াতেই কলকাতা নাইট রাইডার্স-এর (কেকেআর) অধিনায়ক শ্রেয়স আইয়ার...

“লজ্জাহীন”: কে এল রাহুলকে অপমান করায় সঞ্জীব গোয়েনকাকে শিক্ষা দিলেন মহম্মদ শামি

খবর অনলাইন ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ) বনাম লখনউ সুপার জায়েন্টস (এলএসজি) ম্যাচের পরে মাঠের...