Homeখেলাধুলোআইপিএলক্যামেরন গ্রিনের সেঞ্চুরি, হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফের দৌড়ে মুম্বই

ক্যামেরন গ্রিনের সেঞ্চুরি, হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফের দৌড়ে মুম্বই

প্রকাশিত

প্লে-অফের দৌড়ে নিজেদেরকে বাঁচিয়ে রাখল মুম্বই ইন্ডিয়ান্স। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয় হাসিল করার পর মুম্বই এখন তাকিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাত টাইটান্স ম্যাচের দিকে।

আইপিএলের প্লে-অফে যাওয়ার সমস্ত সম্ভাবনা আগেই হারিয়েছিল হায়দরাবাদ। স্বাভাবিক ভাবেই মুম্বইয়ের বিরুদ্ধে কার্যত নিয়মরক্ষায় মাঠে নেমেছিল তারা। তবে নিয়মরক্ষার ম্যাচ হলেও হালকা ভাবে নেননি হায়দরাবাদের ক্রিকেটাররা। এ দিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২০০ রান তোলে সানরাইজার্স। বিভ্রান্ত শর্মা করলেন ৪৭ বলে ৬৯ রান। ৪৬ বলে ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেললেন ময়ঙ্ক আগরওয়াল। মুম্বইয়ের হয়ে ৩৭ রান দিয়ে ৪ উইকেট নিলেন আকাশ মাধওয়াল।

৪৭ বলে এ দিন নিজের প্রথম আইপিএল সেঞ্চুরি করলেন ক্যামেরন গ্রিন। পাশাপাশি মুম্বইয়ের জয়ে দুর্দান্ত ভূমিকা পালন করলেন তিনি। ষষ্ঠ মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটার হিসেবে আইপিএল সেঞ্চুরি করলেন গ্রিন। অন্য দিকে, ওপেন করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা করলেন ৩৭ বলে ৫৬ রান। সূর্যকুমার যাদব করলেন ১৬ বলে ২৫ রান। হায়দরাবাদের ২০০ রানের জবাবে ১৮ ওভারে ২ উইকেটে ২০১ রান তুলে নেয় মুম্বই।

তবে মুম্বইকে প্লে-অফে যেতে হলে হায়দরাবাদকে হারানোর পাশাপাশি নেট রান রেট উন্নত করাও ছিল বেশ গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ১১.৫ ওভারে তারা যদি ম্যাচ জিততে পারত, তা হলে নেট রান রেটে টপকে যেতে পারত আরসিবি-কে। কিন্তু সেটা আর সম্ভব হল না। অর্থাৎ, ম্যাচ জিতলেও প্লে-অফে মুম্বই ইন্ডিয়ান্সের জায়গা এখনও নিশ্চিত নয়। ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাত টাইটান্স ম্যাচের ফলাফল কী হতে চলেছে, সে দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে রোহিতদের। গুজরাত জিতলে প্লে-অফে যেতে পারে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই।

হায়দরাবাদকে হারিয়ে আপাতত পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে রয়েছে মুম্বই। ১৪ ম্যাচে তাদের দখলে ১৬ পয়েন্ট। অন্য দিকে, ১৩ ম্যাচ খেলে আরসিবি ১৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পঞ্চম স্থানে। বাকি ম্যাচের ফলাফল কী হয়, সেটাই দেখার!

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

আইপিএল জয়ের উল্লাসে ভাসলেও, কোহলির হৃদয়ে টেস্টই রাজা! তরুণদের দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

আইপিএল ট্রফি হাতে ওঠার আগেই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য ফের তুলে ধরলেন বিরাট কোহলি। তরুণদের দিলেন টেস্ট ক্রিকেটে মনোনিবেশের পরামর্শ।

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...