Homeখেলাধুলোআইপিএলসৌরভের দিল্লিকে হারিয়ে প্লে-অফে জায়গা পাকা করে নিল ধোনির চেন্নাই

সৌরভের দিল্লিকে হারিয়ে প্লে-অফে জায়গা পাকা করে নিল ধোনির চেন্নাই

প্রকাশিত

চেন্নাই সুপার কিংস: ২২৩/৩ (কনওয়ে ৮৭, রুতুরাজ ৭৯, শিবম ২২, চেতন ১/৩৬)

দিল্লি ক্যাপিটালস: ১৪৬/৯ (ওয়ার্নার ৮৬, অক্ষর ১৫, যশ ১৩, চাহার ৩/২২, পাথিরানা ২/২২, মহেশ ২/২৩)

দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএলের প্লে-অফের টিকিট পেয়ে গেল চেন্নাই সুপার কিংস। শনিবার দিল্লির বিরুদ্ধে ৭৭ রানের জয় ছিনিয়ে নিল চেন্নাই সুপার কিংস। একই সঙ্গে ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট পেয়ে প্লে-অফে নিজেদের জায়গা পাকা করে ফেলল মহেন্দ্র সিং ধোনির দল।

শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২২৩ রান তুলে নেয় চেন্নাই। জ্বলে উঠলেন রুতুরাজ গায়কোয়াড় (৫০ বলে ৭৯) এবং ডেভন কনওয়ে (৫২ বলে ৮৭)। দুই ওপেনারের গড়ে দেওয়া শক্ত ভিতের উপর ভর দিয়ে ৯ বলে ২২ রান করলেন শিবম দুবে এবং রবীন্দ্র জাডেজা ৭ বলে ২০ (অপরাজিত)। আর ৪ বল খেলে ৫ রানে অপরাজিত রইলেন ধোনি। দিল্লির কোনো বোলারই শনিবার ঘরের মাঠের ২২ গজের সুবিধা কাজে লাগাতে পারলেন না।

২২৪ রান তাড়া করতে নেমে ডিসি অধিনায়ক ডেভিড ওয়ার্নার সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু নিজের সতীর্থদের কাছ থেকে খুব বেশি সমর্থন পেলেন না। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। বলার মধ্যে যশ ধুল ১৩ এবং অক্ষর পটেল ১৫ রান করেন ঠিকই, কিন্তু বাকি কেউ আর এক অঙ্কের সীমা অতিক্রম করতে পারলেন না। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে দিল্লির দৌড় থামল ১৪৬ রানে।

চেন্নাইয়ের হয়ে ৪ ওভার বল করে ২২ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলে নিলেন দীপক চাহার। শ্রীলঙ্কার জুটি মহেশ থেকশানা এবং মাথিশা পাথিরানা দুটি করে উইকেট নেন। রবীন্দ্র জাদেজা ও তুষার দেশপান্ডেও একটি করে উইকেট নেন।

এ দিন দিল্লিকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে যাওয়ার ছাড়পত্র পেয়ে গেল চলে গেল ধোনির চেন্নাই। অন্য দিকে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস ১৪টি ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে রয়ে গেল তালিকার ৯ নম্বর স্থানে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

আইপিএল জয়ের উল্লাসে ভাসলেও, কোহলির হৃদয়ে টেস্টই রাজা! তরুণদের দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

আইপিএল ট্রফি হাতে ওঠার আগেই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য ফের তুলে ধরলেন বিরাট কোহলি। তরুণদের দিলেন টেস্ট ক্রিকেটে মনোনিবেশের পরামর্শ।

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...