Homeখেলাধুলোআইপিএলশেষ ওভারে দরকার ২৯ রান, ৫ বলে ৫টি ছক্কা মেরে নাইটদের নায়ক...

শেষ ওভারে দরকার ২৯ রান, ৫ বলে ৫টি ছক্কা মেরে নাইটদের নায়ক রিঙ্কু

প্রকাশিত

গুজরাত টাইটান্স: ২০৪/৪ (সুদর্শন-৫৩, বিজয়-৬৩, নারাইন-৩৩/৩)

কলকাতা নাইট রাইডার্স: ২০৭/৭ (ভেঙ্কটেশ-৮৩, রানা-৪৫, রিঙ্কু-৪৮*, রশিদ ৩৭/৩)

প্রায় হাতছাড়া হয়ে যাওয়া ম্যাচ জিতিয়ে নাইটদের নায়ক হয়ে গেলেন রিঙ্কু সিংহ। গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সকে অবিশ্বাস্য ভাবে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারে জয়ের জন্য নাইট রাইডার্সের দরকার ছিল ২৯ রান। পর পর ৫ বলে ৫টি ছক্কা মেরে দলকে জেতালেন রিঙ্কু।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২০৪/‌৪ তোলে গুজরাট। শুরুটা ভাল করেন গুজরাতের দুই ওপেনার ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল। গুজরাতকে প্রথম ধাক্কা দেন সুনীল নারাইন। ১৭ রানের মাথায় ঋদ্ধিকে আউট করেন তিনি। ভালো খেলছিলেন শুভমন। তাঁকেও ফেরান নারাইন। ৩৯ রান করেন শুভমন। এই ম্যাচেও গুজরাতের ইনিংসকে টানলেন সাই সুদর্শন। আগের ম্যাচে অর্ধশতরান করেছিলেন। এই ম্যাচেও অর্ধশতরান করলেন তিনি। তাঁকেও আউট করেন নারাইন।

জবাবে শেষ বলে জয় নাইটদের (‌২০৭/‌৭)‌। দলের দুই ওপেনার রান পাননি। রহমানুল্লা গুরবাজ ১৫ ও নারায়ণ জগদীশন ৬ রান করে আউট হয়ে যান। তৃতীয় উইকেটে ১০০ রানের জুটি বাঁধলেন অধিনায়ক নীতীশ ও বেঙ্কটেশ আয়ার। ২৬ বলে অর্ধশতরান করেন বেঙ্কটেশ। ৪৫ রানের মাথায় নীতীশ আউট হয়ে যান। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছোয় যে, শেষ ওভারে দরকার ছিল ২৯ রান। যশ দয়ালের প্রথম বলে ১ রান নেন উমেশ যাদব। পরের ৫ বলে ৫টি ছক্কা মারলেন রিঙ্কু।

উল্লেখযোগ্য ভাবে, এ দিন হ্যাটট্রিক করেন ক্যাপ্টেন রশিদ খান। ১৭তম ওভারে প্রথম তিন বলে রাসেল (‌১)‌, নারাইন (‌০)‌ ও শার্দূলকে (‌০)‌ তুলে নিয়ে নাইটদের জয়ের আশায় কাঁটা ছড়িয়ে দেন রশিদ খান। বিগ ব্যাশ, ক্যারিবিয়ান লিগের পর এ বার আইপিএলেও হ্যাটট্রিকের মালিক হয়ে গেলেন আফগান তারকা। যদিও এই দুরন্ত পারফরমেন্স ঢাকা পড়ে গেল রিঙ্কুর অবিশ্বাস্য ইনিংসে! ২১ বলে ৪৮ রান করে দলকে জেতান রিঙ্কু।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

আইপিএল জয়ের উল্লাসে ভাসলেও, কোহলির হৃদয়ে টেস্টই রাজা! তরুণদের দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

আইপিএল ট্রফি হাতে ওঠার আগেই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য ফের তুলে ধরলেন বিরাট কোহলি। তরুণদের দিলেন টেস্ট ক্রিকেটে মনোনিবেশের পরামর্শ।

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...