Homeখেলাধুলোআইপিএলঈশান-সূর্যর দাপুটে ইনিংস! পঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স

ঈশান-সূর্যর দাপুটে ইনিংস! পঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স

প্রকাশিত

পঞ্জাব কিংস: ২১৪/৩ (লিয়াম ৬২, জিতেন ৪৯*, শিখর ৩০, চাওলা ২/২৯, আরশাদ ১/৪৮)

মুম্বই ইন্ডিয়ান্স: ২১৬/৪ (ঈশান ৭৫, সূর্যকুমার ৬৬, তিলক ২৬*, নাথান ২/৩৪, ঋষি ১/২০, আর্শদীপ ১/৬৬)

পঞ্জাব কিংসের ২১৪ রান তাড়া করে জিতে গেল মুম্বই ইন্ডিয়ান্স। বুধবার মোহালির মাঠে সব থেকে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড গড়ল তারা। উল্লেখযোগ্য ভাবে, অধিনায়ক রোহিত শর্মা ব্যর্থ হলেও দুর্দান্ত জয় তুলে নিল মুম্বই। দুর্দান্ত ব্যাটিং করে মুম্বইয়ের জয়ের ভিত গড়ে দেন ঈশান কিশান ও সূর্যকুমার যাদব।

টস জিতে পাঞ্জাব কিংসকে প্রথমে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। পঞ্জাবের দুই ওপেনার খুব বেশি রান পাননি। প্রভসিমরন সিংহ মাত্র ৯ রান করেন। অধিনায়ক শিখর ধাওয়ান ২০ বলে ৩০ রান করে আউট হয়ে যান। তিন নম্বরে নেমে ম্যাথু শর্ট ২৬ বলে ২৭ রান করেন। লিয়াম লিভিংস্টোন এবং জিতেন শর্মা মুম্বইয়ের বোলারদের মাঠের বাইরে পাঠাতে শুরু করেন। তাঁরা ১১৯ রানের জুটি গড়েন। লিয়াম করেন ৪২ বলে ৮২ রান, জিতেন ২৭ বলে ৪৯।

মুম্বইয়ের হয়ে আরশাদ খান ৪ ওভারে ৪৮ রান দেন। বিনিময়ে নেন ১টি উইকেট। জোফ্রা আর্চার ৪ ওভারে ৫৬ রান দেন। নিজের শেষ ওভারে ২৭ রান দেন তিনি। উইকেট প্রাপ্তি শূন্য। ২ উইকেট নেওয়া পীযূষ চাওলা ৪ ওভারে ২৯ রান দেন।

২১৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয় মুম্বই ইন্ডিয়ান্সের। ইনিংসের তৃতীয় বলেই ফিরে যান অধিনায়ক রোহিত শর্মা (‌০)‌। পাওয়ার প্লে’র শেষ বলে ২৩ রান করে আউট হন ক্যামেরন গ্রিন। ২৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যকুমার যাদব। ২৯ বলে ৫০ করেন ঈশান কিশান। দুজনের জুটিতে ওঠে ১১৬। ৩১ বলে ৬৬ রান করে আউট হন সূর্যকুমার যাদব‌। পরের ওভারে আউট হন ঈশান কিশান (‌৪১ বলে ৭৫)‌। ১০ বলে অপরাজিত ১৯ রান করে শেষ পর্যন্ত মুম্বইকে জয় এনে দেন টিম ডেভিড ও তিলক ভার্মা (‌১০ বলে ২৬*)। ৭ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে ২১৬ তুলে ম্যাচ জিতে নেয় মুম্বই। ‌

পঞ্জাবের বোলাররা কার্যত সূর্যকুমার এবং ঈশান কিশানদের আটকানোর কোনো উপায়ই খুঁজে পাননি। আর্শদীপ সিং ৩.৫ ওভার বল করে রান দিলেন ৬৬, উইকেট পেলেন ১টি। নাথান এলিস ২টি উইকেট এবং ঋষি ধাওয়ান পেলেন ১টি উইকেট।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

আইপিএল জয়ের উল্লাসে ভাসলেও, কোহলির হৃদয়ে টেস্টই রাজা! তরুণদের দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

আইপিএল ট্রফি হাতে ওঠার আগেই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য ফের তুলে ধরলেন বিরাট কোহলি। তরুণদের দিলেন টেস্ট ক্রিকেটে মনোনিবেশের পরামর্শ।

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...