Homeখেলাধুলোআইপিএলগুজরাত বনাম মুম্বই দ্বিতীয় কোয়ালিফায়ারে নজরে থাকছেন এই ৫ শক্তিশালী ক্রিকেটার

গুজরাত বনাম মুম্বই দ্বিতীয় কোয়ালিফায়ারে নজরে থাকছেন এই ৫ শক্তিশালী ক্রিকেটার

প্রকাশিত

আইপিএল ২০২৩ (IPL 2023) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে গুজরাত টাইটান্স (GT) এবং মুম্বই ইন্ডিয়ান্স (MI)। অমদাবাদের এই ম্যাচে যে দলই জিতবে ফাইনালে চেন্নাই সুপার কিংসের (CSK) মুখোমুখি হবে তারা। এমন পরিস্থিতিতে দুই দলই নিজের নিজের খেলোয়াড়দের কাছ থেকে শক্তিশালী পারফরম্যান্স আশা করবে। ম্যাচের ফলাফল নির্ধারণের দিক থেকে নজরে রয়েছেন এই পাঁচ জন।

১. শুভমন গিল

টানা দুটি সেঞ্চুরিও করেছেন শুভমন গিল।

গুজরাতের ওপেনার ব্যাটসম্যান শুভমন গিল একটানা রান করে চলেছেন। আইপিএলের ১৬তম মরশুমের ১৫ ম্যাচে, তাঁর স্ট্রাইক রেট ১৪৯.১৭ এবং গড় ৫৫.৫৪, এখনও পর্যন্ত ৭২২ রান করেছেন তিনি। টানা দুটি সেঞ্চুরিও করেছেন গিল। মুম্বইয়ের বিপক্ষে ম্যাচের সময় দর্শকরা আবারও তাঁর ব্যাট থেকে রানের বন্যা দেখতে চাইবেন।

২. সূর্যকুমার যাদব

সূর্যের ব্যাট থেকে এখনও পর্যন্ত চারটি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি এসেছে।

টুর্নামেন্টের শুরুতে নিজের ফর্মে ফেরার লড়াই করছিলেন সূর্য। কিন্তু লিগের দ্বিতীয়ার্ধে তাঁর পুরনো ফর্ম খুঁজে পেয়েছেন। ২০২৩ সালের আইপিএলে সূর্যের ব্যাট থেকে এখনও পর্যন্ত চারটি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি এসেছে। তিনি ১৫ ম্যাচে ৪১.৮৫ গড় এবং ১৮৩.৭৮ স্ট্রাইক রেটে ৫৪৪ রান করেছেন। দর্শকরা আবারও তাঁর ঝড়ো ইনিংস দেখতে আগ্রহী।

৩. মহম্মদ শামি

মহম্মদ শামি এখনও পর্যন্ত ২৬টি উইকেট নিয়েছেন।

গুজরাত টাইটান্সের বোলিং আক্রমণের নেতৃত্বে থাকা, মহম্মদ শামি এখনও পর্যন্ত ২৬টি উইকেট নিয়েছেন। শামি ১৭.৩৮ গড় এবং ৭.৬৬ ইকোনমিতে দুর্দান্ত বোলিং করেছেন। এ বারের আইপিএলে পার্পল ক্যাপ রয়েছে তাঁর দখলে।

৪. রশিদ খান

খনও পর্যন্ত রশিদ খান ৭.৯২ ইকোনমি এবং ১৯.০০ গড়ে ২৫টি উইকেট নিয়েছেন।

আফগানিস্তানের রশিদ খানের বোলিংয়ের জাদু বিপাকে ফেলেছে ব্যাটসম্যানদের। এই মরশুমে এখনও পর্যন্ত রশিদ খান ৭.৯২ ইকোনমি এবং ১৯.০০ গড়ে ২৫টি উইকেট নিয়েছেন। পার্পল ক্যাপের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ১৬তম আইপিএলে এখনঁ পর্যন্ত হ্যাটট্রিক উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে রশিদ খানের নামে।

৫. আকাশ মাধওয়াল

আকাশ মাধওয়াল পাঁচ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন।

এক কথায়, ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া বোলার। এলিমিনেটর ম্যাচে লখনউয়ের ইনিংসে ইতি টেনে দেওয়া আকাশ মাধওয়াল পাঁচ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন। জোফরা আর্চারের জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন আকাশ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আবৃত্তি, গান ও ‘বসে আঁকো’ প্রতিযোগিতার পাশাপাশি রক্তদান ও স্বাস্থ্যপরীক্ষা শিবির পূর্ব পুঁটিয়ারি তরুণ সংঘের

নিজস্ব প্রতিনিধি: মোবাইল যুগেও ছোটোদের যে একটু অন্যরকম ভাবতে শেখানো যায়, তা পূর্ব পুঁটিয়ারি...

‘অবসরে’ গোড়ার কথা তুলে ধরে আহিরীটোলা যুবকবৃন্দে ‘রোশনাই’ ছড়াতে প্রস্তুত শিল্পী বিমল সামন্ত

আহিরীটোলা যুবকবৃন্দে আলো-ছায়ার কল্পলোক, অবসরে শেকড়ে ফেরার ডাক—বিমল সামন্তের অনন্য থিমে দুর্গাপুজো সাজছে কলকাতা।

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

আরও পড়ুন

আইপিএল জয়ের উল্লাসে ভাসলেও, কোহলির হৃদয়ে টেস্টই রাজা! তরুণদের দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

আইপিএল ট্রফি হাতে ওঠার আগেই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য ফের তুলে ধরলেন বিরাট কোহলি। তরুণদের দিলেন টেস্ট ক্রিকেটে মনোনিবেশের পরামর্শ।

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...