হায়দরাবাদ: ক্রিকেটে হরেক রকমের রেকর্ড হয়। কৃতিত্বের রেকর্ড যেমন হয়, তেমনই হয় লজ্জার রেকর্ড। তেমনই একটি লজ্জার রেকর্ড করলেন ইংল্যান্ডের পেস বোলার জোফ্রা আর্চার। আইপিএলের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড করলেন রাজস্থান রয়্যালস-এর পেসার।
চার ওভারে ৭৬ রান
আইপিএল-এর ১৮তম সংস্করণে রবিবার হায়দরাবাদের উপ্পলে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ-এর মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস। টসে জিতে রাজস্থান ব্যাট করতে পাঠায় হায়দরাবাদকে। তাতে শাপে বরই হল হায়দরাবাদের। প্রথম বল থেকেই আক্রমণাত্মক ব্যাট শুরু করে তারা। রানের গতি কমাতে পাওয়ার প্লে-র মধ্যে আর্চারের হাতে বল তুলে দেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। কিন্তু তাতে হল হিতে বিপরীত। প্রথম ওভারেই আর্চার ২৩ রান দিয়ে বসলেন। ট্র্যাভিস হেড তাঁর বলে একটা ছক্কা আর চারটে চার মারলেন।
সেই হল শুরু। কেউ ভাবতেও পারেননি আর্চার এমন কাণ্ড করে বসবেন। পরের তিন ওভারেও রানের পর রান দিয়ে গেলেন। শেষ পর্যন্ত সব মিলিয়ে তাঁর চার ওভারে দিলেন ৭৬ রান। বিনিময়ে একটিও উইকেট নিতে পারেননি ইংল্যান্ডের পেসার।