Homeখেলাধুলোআইপিএলআইপিএল ২০২৪: কলকাতার সম্ভাব্য একাদশ, প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে কেমন হতে পারে...

আইপিএল ২০২৪: কলকাতার সম্ভাব্য একাদশ, প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে কেমন হতে পারে দল?

প্রকাশিত

আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ২২ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে কেকেআর। গতবারের চ্যাম্পিয়নদের এ বার নতুন অধিনায়ক ও নতুন কোচিং স্টাফের নেতৃত্বে দেখা যাবে। অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন অজিঙ্ক রাহানে। কেকেআরের শক্তিশালী স্কোয়াডের মধ্যে থেকে বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশ কী হতে পারে, দেখে নেওয়া যাক।

কেকেআরের সম্ভাব্য একাদশ:

১) সুনীল নারাইন – ওপেনার এবং স্পিন বোলিং অলরাউন্ডার হিসাবে দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়।

২) কুইন্টন ডি’কক – দক্ষিণ আফ্রিকার এই উইকেটকিপার ব্যাটসম্যান কেকেআরের ওপেনিং জুটি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন।

৩) অজিঙ্ক রাহানে – নতুন অধিনায়ক হিসাবে মিডল অর্ডারে ব্যাটিং সামলাবেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুর্দান্ত ফর্মে ছিলেন।

৪) বেঙ্কটেশ আয়ার – ২৩.৭৫ কোটি টাকায় দলে যোগ দেওয়া এই মিডল-অর্ডার ব্যাটসম্যান দলের ব্যাটিং স্তম্ভ হতে পারেন।

৫) অঙ্গকৃশ রঘুবংশী – তরুণ প্রতিভাবান এই ব্যাটসম্যানের ওপর ভরসা রেখেছে কেকেআর। গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন মিডল অর্ডারে।

৬) রিঙ্কু সিংহ – বিগত কয়েক মরসুম ধরে মিডল-অর্ডারে দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন রিঙ্কু।

৭) আন্দ্রে রাসেল – অভিজ্ঞ ক্যারিবিয়ান অলরাউন্ডার, যিনি ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।

৮) রমনদীপ সিংহ – শেষ দিকের ঝোড়ো ব্যাটিংয়ের জন্য পরিচিত এই তরুণ ভারতীয় ক্রিকেটারকে দলে রেখেছে কেকেআর।

৯) হর্ষিত রানা – গত মরসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। এবার আরও ভালো পারফরম্যান্সের আশায় থাকবেন দলের বোলিং বিভাগের গুরুত্বপূর্ণ সদস্য।

১০) বৈভব অরোরা – নতুন বলে কার্যকরী এই পেসার হর্ষিত রানার সঙ্গে জুটি গড়ে বোলিং বিভাগকে শক্তিশালী করতে পারেন।

১১) অনরিখ নোখিয়া – দক্ষিণ আফ্রিকার এই গতিতারকা কেকেআরের পেস বোলিং আক্রমণের প্রধান শক্তি হবেন। তাঁর অভিজ্ঞতা দলের জন্য কার্যকরী হতে পারে।

ইমপ্যাক্ট প্লেয়ার:

১২) বরুণ চক্রবর্তী – স্পিন বোলিং আক্রমণে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বরুণ। তিনি বল করার সময় দলে যোগ দেবেন, আর ব্যাট করার সময় তাঁর জায়গায় খেলবেন অঙ্গকৃশ রঘুবংশী।

ম্যাচের আগে শেষ মুহূর্তে কিছু পরিবর্তন হলেও, কেকেআরের প্রথম ম্যাচে এই একাদশই মাঠে নামতে পারে বলে মনে করা হচ্ছে। বেঙ্গালুরুর বিরুদ্ধে কলকাতার এই সম্ভাব্য দল কতটা সফল হবে, সেটাই এখন দেখার বিষয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

আইপিএল জয়ের উল্লাসে ভাসলেও, কোহলির হৃদয়ে টেস্টই রাজা! তরুণদের দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

আইপিএল ট্রফি হাতে ওঠার আগেই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য ফের তুলে ধরলেন বিরাট কোহলি। তরুণদের দিলেন টেস্ট ক্রিকেটে মনোনিবেশের পরামর্শ।

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...