Homeখেলাধুলোআইপিএলবিশ্ব বাংলা অডিটরিয়ামে কেকেআর-এর অনুষ্ঠানে সমান গুরুত্ব অজিঙ্ক রাহানে ও বেঙ্কটেশ আয়ারকে

বিশ্ব বাংলা অডিটরিয়ামে কেকেআর-এর অনুষ্ঠানে সমান গুরুত্ব অজিঙ্ক রাহানে ও বেঙ্কটেশ আয়ারকে

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: বুধবার কলকাতার বিশ্ব বাংলা অডিটরিয়ামে কলকাতা নাইট রাইডার্স দল তাদের সমর্থকদের জন্যে ‘নাইট আনপ্লাগড ২.০’ আয়োজন করেছিল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেকেআর-এর সিইও বেঙ্কি মাইসোর, দলের মুখ্য কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, মেন্টর ডোয়েন ব্র্যাভো-সহ পুরো দল।

মঞ্চে উপস্থিত ছিলেন বেঙ্কি মাইসোর, চন্দ্রকান্ত পণ্ডিত, ডোয়েন ব্র্যাভো-সহ পুরো দল। ছবি: সঞ্জয় হাজরা।

এই অনুষ্ঠানে বুঝিয়ে দেওয়া হল খাতায়কলমে অজিঙ্ক রাহানে কেকেআর-এর অধিনায়ক হলেও সহ-অধিনায়ক বেঙ্কটেশ আয়ারকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। ক্রিকেটবোদ্ধারা মনে করেছিলেন, ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় কেনা বেঙ্কটেশকে কেকেআর-এর অধিনায়ক করা হবে। দলের সবচেয়ে দামি ক্রিকেটার বেঙ্কটেশও একাধিক বার বুঝিয়ে দেন, তিনি অধিনায়ক হতে তৈরি। কিন্তু শেষ পর্যন্ত অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয় রাহানের হাতে। সহ-অধিনায়ক করা হয় বেঙ্কটেশকে। কিন্তু বুধবার বুঝিয়ে দেওয়া হল, রাহানের পাশাপাশি বেঙ্কটেশকেও সমান গুরুত্ব দেওয়া হবে।

আলোচনাসভায় সঞ্চালকের প্রশ্নের জবাব দিচ্ছেন সহ-অধিনায়ক বেঙ্কটেশ আয়ার। ছবি: সঞ্জয় হাজরা।

বুধবার কেকেআর-এর ওই অনুষ্ঠানে ছিল একটা আলোচনাসভাও। ওই আলোচনাসভায় যোগ দেন বেঙ্কি মাইসোর, চন্দ্রকান্ত পণ্ডিত, ডোয়েন ব্র্যাভো, অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং সহ-অধিনায়ক বেঙ্কটেশ আয়ার। সাধারণত এই ধরনের আলোচনাসভায় সহ-অধিনায়ককে ডাকা হয় না।

ডোয়েন ব্র্যাভোর ‘চ্যাম্পিয়ন’ গান পরিবেশন। সঙ্গে নাচ। ছবি: সঞ্জয় হাজরা।

এদিন কেকেআর-এর আলোচনাসভায় বেঙ্কটেশ আয়ার শুধু উপস্থিতই ছিলেন না, সঞ্চালক প্রথম প্রশ্নটা ওঁকেই করেন। ট্রফি জেতার ব্যাপারে তাঁরা যে আত্মবিশ্বাসী তা নিজের কথায় বুঝিয়ে দেন বেঙ্কটেশ। সঞ্চালক দ্বিতীয় প্রশ্ন করে অধিনায়ক অজিঙ্ক রাহানেকে। সঞ্চালকের এই আচরণেও স্পষ্ট কেকেআর অজিঙ্ক আর রাহানেকে সমান গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। ছবি: সঞ্জয় হাজরা।

কেকেআরের সমস্ত খেলোয়াড় এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান নিয়ে ব্যাপক উৎসাহ লক্ষ করা যায় সমর্থকদের মধ্যেও। এই অনুষ্ঠানে নিজের ‘চ্যাম্পিয়ন’ গানটি পরিবেশন করেন ডোয়েন ব্র্যাভো। সঙ্গে ছিল নাচ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

আরও পড়ুন

আইপিএল জয়ের উল্লাসে ভাসলেও, কোহলির হৃদয়ে টেস্টই রাজা! তরুণদের দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

আইপিএল ট্রফি হাতে ওঠার আগেই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য ফের তুলে ধরলেন বিরাট কোহলি। তরুণদের দিলেন টেস্ট ক্রিকেটে মনোনিবেশের পরামর্শ।

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...