Home খেলাধুলো ক্রিকেট আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়, প্রতি বলের জন্য কত টাকা পাবেন মিচেল...

আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়, প্রতি বলের জন্য কত টাকা পাবেন মিচেল স্টার্ক

0

২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় মিচেল স্টার্ককে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এ ভাবেই আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে গিয়েছেন এই অস্ট্রেলীয় ফাস্ট বোলার। চলুন জেনে নেওয়া যাক, আইপিএলে মিচেল স্টার্কের একটি বলের দাম কত হবে?

মঙ্গলবার দুবাইতে আইপিএল নিলাম ২০২৪ আয়োজিত হয়। কলকাতা নাইট রাইডার্স ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করে মিচেল স্টার্ককে কিনে নিয়েছে। যেখানে প্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লক্ষ টাকায় কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। এই প্রথম আইপিএল নিলামে কোনও খেলোয়াড়ের দাম ২০ কোটি টাকা ছাড়িয়েছে।

অঙ্কের হিসাব বলছে, আইপিএলে মিচেল স্টার্কের প্রতিটি বলের দাম পড়বে ৭ লক্ষ ৩০ হাজার টাকা। তবে বৃষ্টি বা অন্য কোনো কারণে ম্যাচ বাতিল হলে এই মূল্য পাল্টে যাবে।

আইপিএলে খেলোয়াড়দের প্রাপ্ত পারিশ্রমিকের তুলনায় পাকিস্তান সুপার লিগ তা নিতান্তই কম। পাকিস্তান সুপার লিগের সবচেয়ে দামি খেলোয়াড়ের দাম ১ কোটি ৪০ লক্ষ রুপি। এর সঙ্গে মিচেল স্টার্কের প্রাপ্ত অর্থের তুলনা করলে দাঁড়াচ্ছে অস্ট্রেলিয়ান খেলোয়াড় আইপিএলের মাত্র একটি ম্যাচ থেকে তার চেয়েও বেশি উপার্জন করবেন। কারণ, এক ম্যাচের জন্য মিচেল স্টার্কের পারিশ্রমিক হবে ১ কোটি ৭০ লক্ষ টাকা।

প্রসঙ্গত, এর আগে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় অলরাউন্ডার স্যাম কুরেনকে কিনেছিল পঞ্জাব কিংস। ২০২২ সালের আইপিএল-এর সবেচেয় দামি প্লেয়ার ছিলেন কুরেন। এ বার সেই রেকর্ড ‌টপকে গেলেন কামিন্স এবং স্টার্ক। এ ছাড়া সম্প্রতি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলও ভালো দাম পেয়েছেন। প্রায় ১৪ কোটি টাকায় ড্যারিল মিচেলকে কিনেছে চেন্নাই সুপার কিংস।

আরও পড়ুন: জগদীপ ধনখড়কে ব্যঙ্গ করে বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মামলা দায়ের দিল্লি পুলিশের

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version