Homeখেলাধুলোআইপিএললখনউকে হারিয়ে আইপিএল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই

লখনউকে হারিয়ে আইপিএল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই

প্রকাশিত

মুম্বই ইন্ডিয়ান্স: ১৮২/৮ (গ্রিন ৪১, যূর্যকুমার ৩৩, তিলক ২৬, নবীন ৪/৩৮, যশ ৩/৩৪)

লখনউ সুপার জায়ান্টস: ১০১ (স্টোইনিস ৪০, কাইল ১৮, দীপক ১৫, আকাশ ৫/৫)

বুধবার এলিমিনেটর ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারের উঠল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে রোহিত শর্মারা করেন ৮ উইকেটে ১৮২ রান। জবাবে লখনউয়ের ইনিংস শেষ হয়ে যায় ১০১ রানে। আগামী শুক্রবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে মুম্বই। ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবেন রোহিত-হার্দিকরা।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। তবে ওপেনিং জুটি দলকে ভরসা দিতে পারেননি। ওপেনিং জুটিতে ওঠে মাত্র ৩০। চতুর্থ ওভারে রোহিতকে (‌১১)‌ তুলে নিয়ে মুম্বইকে প্রথম ধাক্কা দেন নবীন-উল-হক। পরের ওভারেই ঈশানকে (‌১৫)‌ ফেরান যশ ঠাকুর। দলকে টেনে নিয়ে যান ক্যামেরন গ্রিন ও সূর্যকুমার যাদব। দশম ওভারের চতুর্থ বলে সূর্যকুমারকে (‌৩৩)‌ তুলে নেন নবীন-উল-হক। শেষ বলে ফেরান ভয়ঙ্কর হয়ে ওঠা ক্যামেরন গ্রিনকে (‌৪১)‌। টিম ডেভিডও (১৩)‌ দলকে ভরসা দিতে পারেননি। তিলক ভার্মা ২২ বলে ২৬ রান করে আউট হন। শেষ ওভারে ঝড় তুলে মুম্বইকে ১৮২ রানে পৌঁছে দেন নেহাল ওয়াধেরা (২৩)।

জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লখনউ। দুই ওপেনার প্রেরক মাঁকড় (৩) এবং কাইল মেয়ার্স (১৮) দলকে চাপে ফেলে দেন। তিন নম্বরে নেমে ১১ বলে ৮ রান করে আউট অধিনায়ক ক্রুণাল। চার নম্বরে নেমে মার্কাস স্টোইনিস ব্যাট হাতে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন রোহিতদের। তিনি করলেন ২৭ বলে ৪০ রান। তাতে অবশ্য লাভ তেমন হয়নি। আয়ুষ বাদোনি (১), নিকোলাস পুরানদের (শূন্য)। লখনউয়ের পরের দিকে ব্যাটাররা কেউই ২২ গজে দাঁড়াতে পারেননি। দীপক হুডা (১৫), কৃষ্ণাপ্পা গৌতম (২), রবি বিষ্ণোই (৩), মহসিন খানরা (শূন্য) মাঠে নামলেন এবং সাজঘরে ফিরে গেলেন।

উল্লেখযোগ্য ভাবে, মুম্বইয়ের হয়ে আকাশ মাধওয়াল টি-টোয়েন্টি ক্রিকেটে জীবনের সেরা বোলিং করলেন লখনউয়ের বিরুদ্ধে। ৫ রান দিয়ে তুলে নিলেন ৫ উইকেট। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন মুম্বই ইন্ডিয়ান্সের নবাগত পেসার। ৭ রানে ১ উইকেট নিয়েছেন ক্রিস জর্ডন। ২৮ রানে ১ উইকেট পীযূষ চাওলার। ও দিকে, লখনউয়ের হয়ে ৩৮ রানে ৪ উইকেট নেন নবীন-উল-হক। ৩৪ রানে ৩ উইকেট নেন যশ ঠাকুর।

উল্লেখ্য, ৮১ রানে ম্যাচ জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারের যোগ্যতা অর্জন করল মুম্বই। লখনউকে বিদায় নিতে হল টুর্নামেন্ট থেকে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলার লোকশিল্প ‘গোমীরা মুখা নাচ’কে পুজো মণ্ডপে তুলে ধরতে প্রস্তুত খিদিরপুর পল্লী শারদীয়া

খিদিরপুর পল্লী শারদীয়া পুজো মণ্ডপে এবার উত্তরবঙ্গের দিনাজপুরের ঐতিহ্যবাহী ‘গমীরা মুখা নাচ’। শিল্পী শঙ্কর পালের সৃজনে ধরা পড়ছে লোকশিল্পের ঐতিহ্য ও দেবীপক্ষের আবাহন।

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্ট: কী স্থগিত, কী বহাল

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর কয়েকটি ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। জেলা কালেক্টরের ক্ষমতা, পাঁচ বছরের ইসলাম চর্চার শর্ত ও বোর্ডে অ-মুসলিম সদস্যের সংখ্যা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুজোয় আসছে ‘ইকোজেনিক’, বর্জ্যকে কাঠকয়লায় পরিণত করার প্রযুক্তি আনছে কলকাতা পুরসভা

পুজোতেই চালু হচ্ছে কলকাতা পুরসভার পরিবেশবান্ধব প্রযুক্তি ‘ইকোজেনিক’। মণ্ডপের বর্জ্য থেকেই তৈরি হবে কাঠকয়লা ও জ্বালানি, জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

১ অক্টোবর থেকে বদল আসছে অনলাইন টিকিট বুকিং নিয়মে, প্রথম ১৫ মিনিট বরাদ্দ শুধুই আধার-লিঙ্কড ব্যবহারকারীদের জন্য

১ অক্টোবর থেকে আইআরসিটিসি-র নতুন নিয়মে সাধারণ রিজার্ভেশন খোলার পর প্রথম ১৫ মিনিট আধার সংযুক্ত ব্যবহারকারীরাই টিকিট বুক করতে পারবেন। এজেন্টরা প্রথম ১০ মিনিট বুকিং করতে পারবেন না।

আরও পড়ুন

আইপিএল জয়ের উল্লাসে ভাসলেও, কোহলির হৃদয়ে টেস্টই রাজা! তরুণদের দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

আইপিএল ট্রফি হাতে ওঠার আগেই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য ফের তুলে ধরলেন বিরাট কোহলি। তরুণদের দিলেন টেস্ট ক্রিকেটে মনোনিবেশের পরামর্শ।

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...