Homeখেলাধুলোআইপিএলআইপিএল ২০২৫: সমানে সমানে লড়াই, শ্রেয়সের ব্যাট আর অর্শদীপের বল জিতিয়ে দিল...

আইপিএল ২০২৫: সমানে সমানে লড়াই, শ্রেয়সের ব্যাট আর অর্শদীপের বল জিতিয়ে দিল পঞ্জাবকে  

প্রকাশিত

পঞ্জাব কিংস: (২৪৩-৫) (শ্রেয়স আয়ার ৯৭ নট আউট, প্রিয়াংশ আর্য ৪৭, শশাঙ্ক সিংহ ৪৪ নট আউট, সাই কিশোর ৩-৩০)

গুজরাত টাইটান্স: ২৩২-৫ (সাই সুদর্শন ৭৪, জোস বাটলার ৫৪, শারফেন রাদারফোর্ড ৪৬, অর্শদীপ সিংহ ২-৩৬)

অহমদাবাদ: প্রথমে ব্যাট করে কত রান করলে পরে জয় সম্পর্কে কিছুটা নিশ্চিন্ত থাকা যায়, এ বারের আইপিএল-এ তা আর বলা যাচ্ছে না। সে দিন যেমন লখনউ সুপার জায়ান্টসকে অবিশ্বাস্য ভাবে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটলস। মঙ্গলবারও প্রায় সে রকম হতে যাচ্ছিল। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন ছিল না গুজরাত টাইটান্স-এর। শেষ ওভারে অর্শদীপ সিংহের বল সামলাতে পারল না তারা। সমানে সমানে পাল্লা দিয়েও শেষ পর্যন্ত ১১ রানে হার স্বীকার করতে হল তাদের।

পঞ্জাবের আড়াইশোর কাছাকাছি রান তোলার কারিগর ছিলেন শ্রেয়স আয়ার, প্রিয়াংশ আর্য এবং শশাঙ্ক সিংহ। আর সেই রানের কাছাকাছি গুজরাতের রান নিয়ে যাওয়ার মূলে ছিলেন সাই সুদর্শন, জোস বাটলার এবং শারফেন রাদারফোর্ড। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি থেকে দূরে থাকলেন শ্রেয়স। তিনিই পেলেন ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’-এর সম্মান।

ঝড় তুললেন শ্রেয়স, প্রিয়াংশ আর শশাঙ্ক     

মঙ্গলবার অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে পঞ্জাব কিংসকে ব্যাট করতে পাঠায় গুজরাত টাইটান্স। দলের ২৮ রানের মাথায় প্রভসিমরান সিংহ কাগিসো রাবাদার বলে আর্শাদ খানকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর প্রিয়াংশ আর্যের সঙ্গী হন দলের অধিনায়ক শ্রেয়স আয়ার। কেকেআর-এর গত বারের অধিনায়ক শ্রেয়স কিন্তু প্রমাণ করলেন, টি২০ টিমে তিনি অপরিহার্য। কোনো দল তাঁকে ছেড়ে দিলে সেই দলেরই ক্ষতি। আগাগোড়া নট আউট থাকলেন শ্রেয়স। ৯টা ছয় আর ৫টা চারের সাহায্যে ৪২ বলে করলেন ৯৭ রান। মাত্র ৩ রানের জন্য শতরান মিস করলেন।

জয়ের পরে পঞ্জাব। ছবি Punjab Kings ‘X’ থেকে নেওয়া।

মূলত প্রিয়াংশ আর্য (২৩ বলে ৪৭ রান) আর শশাঙ্ক সিংহকে নিয়ে শ্রেয়স দলের রান পৌঁছে দিলেন ২৪৩-এ। নিজের ঝুলি শূন্য রেখে গ্লেন ম্যাক্সওয়েল যখন ফিরে যান দলের রান তখন ১০.৪ ওভারে ১০৫। শ্রেয়সের সঙ্গী হন মার্কাস স্টয়নিস। দু’জনে দলের রান নিয়ে যান ১৬২-তে। ১৫ বলে ২০ রান করে স্টয়নিস যখন ফিরে যান তখন পঞ্জাবের হাতে ৪.৪ ওভার। এই ৪.৪ ওভারে শশাঙ্ক সিংহকে সঙ্গে নিয়ে ঝড় তুললেন শ্রেয়স। দু’জনে যোগ করেন ৮১ রান, গড়ে ওভারপ্রতি ১৮ রানের বেশি। মাত্র ১৫ বলে শশাঙ্ক করেন ৪৪ রান।

চেষ্টা করলেন সুদর্শন, বাটলার আর রাদারফোর্ড    

জয়ের জন্য প্রয়োজনীয় লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ভালোই শুরু করেন সাই সুদর্শন এবং দলের অধিনায়ক শুভমন গিল। ৫.৫ ওভারে ৬১ রান তোলেন তাঁরা। ১৪ বলে ৩৩ রান করে গ্লেন ম্যাক্সওয়েলের বলে প্রিয়াংশ আর্যকে ক্যাচ দিয়ে ফিরে যান শুভমন। সুদর্শনের সঙ্গী হন জোস বাটলার। বাটলার গোড়ায় একটু গুটিয়ে থাকলেও ঝড় তোলেন সুদর্শন। এই জুটি ১২.৩ ওভারে গুজরাতের রান নিয়ে যান ১৪৫-এ। ৪১ বলে ৭৪ রান করে অর্শদীপ সিংহের বলে শশাঙ্ককে ক্যাচ দিয়ে সুদর্শন প্যাভিলিয়নে ফিরে গেলে বাটলারের সঙ্গী হন শারফেন রাদারফোর্ড।

তৃতীয় উইকেটের জুটিতে বাটলার ও রাদারফোর্ড যোগ করেন ৫৪ রান, ৫.৩ ওভারে। রান ওঠার গতি কিছুটা শ্লথ হয়ে যায়। ৩৩ বলে ৫৪ রান করে ইয়ানসেনের বলে বোল্ড হন বাটলার। তখনও জয় ৪৫ রান দূরে, হাতে মাত্র ২ ওভার। রাদারফোর্ডের সঙ্গী হন রাহুল তেওয়াটিয়া। ১৯তম ওভারে তাঁরা যোগ করেন ১৮ রান। শেষ ওভারে দরকার ছিল ২৭ রান। অর্শদীপের প্রথম বলেই রান আউট হয়ে যান তেওয়াটিয়া। চতুর্থ বলে অর্শদীপ রাদারফোর্ডকে বোল্ড করে গুজরাতের জয়ের আশা ছিনিয়ে নেন। শেষ পর্যন্ত গুজরাত ইনিংস শেষ করে ২৩২ রানে। পঞ্জাবের কাছে হার স্বীকার করে ১১ রানে।      

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

আইপিএল জয়ের উল্লাসে ভাসলেও, কোহলির হৃদয়ে টেস্টই রাজা! তরুণদের দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

আইপিএল ট্রফি হাতে ওঠার আগেই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য ফের তুলে ধরলেন বিরাট কোহলি। তরুণদের দিলেন টেস্ট ক্রিকেটে মনোনিবেশের পরামর্শ।

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...