Homeখেলাধুলোআইপিএলশেষ বল পর্যন্ত গড়াল ম্যাচ, ৩ রানে চেন্নাইকে হারাল রাজস্থান

শেষ বল পর্যন্ত গড়াল ম্যাচ, ৩ রানে চেন্নাইকে হারাল রাজস্থান

প্রকাশিত

রাজস্থান রয়্যালস: ১৭৫/৮ (বাটলার ৫২, দেবদত্ত ৩৮, জাডেজা ২/২১) 

চেন্নাই সুপার কিংস: ১৭২/৬ (কনওয়ে ৫০, অশ্বিন ২/২৫, চাহাল ২/২৭)

চেন্নাই: ঘরের মাঠে অপ্রতিরোধ্য চেন্নাই সুপার কিংসকে থামিয়ে দিল রাজস্থান রয়্যালস । বুধবার ৩ রানে ম্যাচে জিতে নিল সঞ্জু স্যামসনের দল।

টস জিতে ফিল্ডিং নেওয়া রীতিমতো ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে এবারের আইপিএলে। বুধবার মহেন্দ্র সিং ধোনিও সেই পথেই হাঁটলেন। কিন্তু চেষ্টা করেও ব্যর্থ ধোনি, কার্যত মরুঝড়ে উড়ল চেন্নাই সুপার কিংস। অধিনায়ক হিসেবে ধোনির ২০০তম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৩ রানে হারতে হল।

প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৫ রান তোলেন সঞ্জু স্যামসনরা। জবাবে চেন্নাই তোলে ১৭২/‌৬। ম্যাচ গড়ায় একেবারে শেষ বলে। দরকার ১ বলে ৫ রান। লড়াইয়ে জয়ের আশা দেখা দিলেও শেষ পর্যন্ত শেষ হাসি হাসে রাজস্থান।

প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় রাজস্থান রয়্যালস। যশস্বী জয়েসওয়ালকে (১০) ফিরিয়ে দেন তুষার দেশপান্ডে। তবে দ্বিতীয় উইকেটে ৭৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন বাটলার ও দেবদূত পাদিক্কাল (৩৮)। চার নম্বরে নেমে খাতা খুলতে ব্যর্থ সঞ্জু। রবিচন্দ্রন অশ্বিন অবশ্য মূল্যবান ৩০ রান যোগ করেন। জেসন হোল্ডার (০) ও ধ্রুব শোরেলও (৪) দ্রুত ফিরলেও শেষদিকে শিমরন হেটমায়ার অপরাজিত ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। দুরন্ত বল করে ২১ রানে ২ উইকেট তুলে নেন রবীন্দ্র জাডেজা। আকাশ সিং ও তুষার দেশপান্ডেও দুটি করে উইকেট পান।

জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে চেন্নাই। শুরুতেই উইকেট হারায় চেন্নাই। ৮ রানে ফেরেন ঋতুরাজ। এরপর রাহানেকে সঙ্গে নিয়ে ব্যাটিংয়ের হাল ধরেন কনওয়ে। দ্বিতীয় উইকেটে ৬৮ রান যোগ করেন তাঁরা। তবে রাহানে (৩১) ফিরতেই সিএসকে ব্যাটিংয়ে ধস নামে। একে একে ফেরেন শিবম দুবে (৮), মঈন আলি (৭) ও আম্বতি রায়াডু (১)। কনওয়ে (৫০) অর্ধশতরান করলেও দ্রুত রান তোলার লক্ষ্যে উইকেট ছুঁড়ে আসেন। শেষ চার ওভারে জয়ের জন্য ৫৯ রান প্রয়োজন ছিল চেন্নাইয়ের। ধোনি ও জাডেজা যথেষ্ট চেষ্টা চালিয়ে গেলেন। ১৭ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন ধোনি। ১৫ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন জাডেজা। অশ্বিন ও চাহাল ২টি করে উইকেট নেন।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

আরও পড়ুন

আইপিএল জয়ের উল্লাসে ভাসলেও, কোহলির হৃদয়ে টেস্টই রাজা! তরুণদের দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

আইপিএল ট্রফি হাতে ওঠার আগেই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য ফের তুলে ধরলেন বিরাট কোহলি। তরুণদের দিলেন টেস্ট ক্রিকেটে মনোনিবেশের পরামর্শ।

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...