Homeখেলাধুলোআইপিএলসঞ্জু-শিমরনের দাপট, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩ উইকেটে জয়ী রাজস্থান রয়্যালস

সঞ্জু-শিমরনের দাপট, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩ উইকেটে জয়ী রাজস্থান রয়্যালস

প্রকাশিত

গুজরাত টাইটান্স: ১৭৭/ ৭ (মিলার ৪৬, শুভমন ৪৫, হার্দিক ২৮, সন্দীপ ২৫/২)

রাজস্থান রয়্যালস: ১৭৯/৭ (সঞ্জু ৬০, হেটমায়ার ৫৬*, দেবদূত ২৬ সামি ২৫/৩, রশিদ ৪৬/২)

রবিবার অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জয় পেল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাত তোলে ৭ উইকেটে ১৭৭ রান। জবাবে ৪ বল বাকি থাকতে রাজস্থান রয়্যালস তুলে নেয় ৭ উইকেটে ১৭৯।

প্রথমে ব্যাট করতে নেমে রান পেলেন না গুজরাত টাইটান্সের উইকেটরক্ষক-ব্যাটার ঋদ্ধিমান সাহা (৪)। এরপর দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন শুভমন গিল ও সাই সুদর্শন। পঞ্চম ওভারে আবার ধাক্কা। রান আউট হয়ে ফিরে যান সাই সুদর্শন (১৯ বলে ২০)। ৩২ রানে ২ উইকেট হারায় গুজরাত। শুভমান গিল ও অধিনায়ক হার্দিক পাণ্ড্যের আক্রমণাত্মক ব্যাটিংয়ে চাপ কাটিয়ে ওঠে। ওপেনার শুভমন গিল করলেন ৪৫ রান। তাঁর ৩৪ বলের ইনিংসে রয়েছে ৪টি চার এবং ১টি ছয়। ৩টি চার এবং ১টি ছয়ের সাহায্যে হার্দিক করলেন ১৯ বলে ২৮ রান। অভিনব মনোহরের অবদান ১৩ বলে ২৭। পাঁচ নম্বরে নেমে ৩০ বলে ৪৬ রান করলেন মিলার। ৩টি চার এবং ২টি ছক্কা মারলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার।

রাজস্থানের হয়ে ২৫ রান দিয়ে ২ উইকেট নিলেন সন্দীপ শর্মা। ১টি করে উইকেট নিলেন ট্রেন্ট বোল্ট, অ্যাডাম জ়াম্পা এবং যুজবেন্দ্র চহাল। ৪ ওভারে ৩৭ রান দিয়েও উইকেট পেলেন না রবিচন্দ্রন অশ্বিন।

জয়ের জন্য ১৭৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় রাজস্থান। দ্বিতীয় ওভারেই যশস্বী জয়সওয়ালকে (১) তুলে নেন হার্দিক পাণ্ড্য। পরের ওভারে মহম্মদ সামির বলে বোল্ড হন জস বাটলার (০)। এরপর দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন দেবদত্ত পাড়িক্কল ও অধিনায়ক সঞ্জু স্যামসন। পাড়িক্কলকে (২৫ বলে ২৬) তুলে নিয়ে জুটি ভাঙেন রশিদ খান। ৩২ বলে ৬০ রান করেন অধিনায়ক সঞ্জু স্যামসন। তাঁর ব্যাট থেকে এল ৩টি চার এবং ৬টি ছয়। ধ্রুব জুরেল ১০ বলে ১৮ রান করলেন ২টি চার এবং ১টি ছয়ের সাহায্যে। অশ্বিন করলেন ৩ বলে ১০ রান। রাজস্থানের জয় এল হেটমেয়ারের ব্যাটেই। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ২৬ বলে ৫৬ রান করে। মারলেন ২টি চার এবং ৫টি ছক্কা।

গুজরাতের হয়ে ২৫ রানে ৩ উইকেট নেন মহম্মদ সামি। ৪৬ রানে ২ উইকেট রশিদের। ১টি করে উইকেট পেলেন হার্দিক এবং নুর। তবে শেষমেশ সঞ্জু এবং হেটমেয়ারের দাপটে গত বারের চ্যাম্পিয়নদের হারাল গত বারের রানার্সরা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

২০২৫ সালে জে-১০সিই যুদ্ধবিমানের প্রথম যুদ্ধসাফল্যের আনুষ্ঠানিক দাবি চিনের, পাকিস্তানকে রপ্তানি করা হয়েছিল বিমানগুলি

পাকিস্তানে রপ্তানি করা চীনা জে-১০ সিই যুদ্ধবিমানের যুদ্ধসাফল্যের দাবি বেইজিংয়ের। এর মধ্যেই বিজেপির সঙ্গে বৈঠক ও সীমান্ত ইস্যুতে চীন–ভারতের নতুন টানাপোড়েন।

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

আরও পড়ুন

আইপিএল জয়ের উল্লাসে ভাসলেও, কোহলির হৃদয়ে টেস্টই রাজা! তরুণদের দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

আইপিএল ট্রফি হাতে ওঠার আগেই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য ফের তুলে ধরলেন বিরাট কোহলি। তরুণদের দিলেন টেস্ট ক্রিকেটে মনোনিবেশের পরামর্শ।

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...