Homeখেলাধুলোআইপিএলআইপিএল ২০২৫: চেন্নাইকে তাদেরই মাঠে ধরাশায়ী করল বেঙ্গালুরু

আইপিএল ২০২৫: চেন্নাইকে তাদেরই মাঠে ধরাশায়ী করল বেঙ্গালুরু

প্রকাশিত

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৯৬-৭ (রজত পাটীদার ৫১, ফিল সল্ট ৩২, নুর আহমদ ৩-৩৬, মতীশা পতিরানা ২-৩৬)

চেন্নাই সুপার কিংস: ১৪৬-৮ (রাচীন রবীন্দ্র ৪১, এম এস ধোনি ৩০ নট আউট, জোশ হ্যাজলউড ৩-২১, যশ দয়াল ২-১৮)  

চেন্নাই: পর পর দুটো ম্যাচে প্রতিপক্ষকে তাদের ঘরের মাঠে পর্যুদস্ত করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ বারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে ইডেনে হারিয়েছিল কোহলিদের দল। পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে শুক্রবার তাদের ঘরের মাঠে নাকানিচোবানি খাওয়াল তারা। ঠিক ১৭ বছর পর এই ঘটনা ঘটল। ২০০৮-এ আইপিএল-এর প্রথম সংস্করণে চেন্নাইকে তাদের ঘরের মাঠে হারিয়েছিল বেঙ্গালুরু। তার পর থেকে প্রতিবারই চেন্নাই থেকে মাথা নিচু করে ফিরতে হয়েছে বেঙ্গালুরুকে। এ বার আবার ২০০৮-এর পুনরাবৃত্তি হল।

এবং আর-একটা রেকর্ড। আইপিএলে ঘরের মাঠে এই প্রথম এত বড় রানে হারল চেন্নাই। আর এর মূলে রয়েছে বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটীদারের ব্যাটিং এবং জোশ হ্যাজলউডের বোলিং। ৩২ বলে ৫১ রান করে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন রজত পাটিদার।

চেন্নাইয়ের মাঠে ২০০ থেকে ৪ কমে থামল বেঙ্গালুরু   

টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠিয়েছিল চেন্নাই। চেন্নাইয়ের মাঠ খুব একটা ব্যাটিং সহায়ক নয়। সেই মাঠে প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু তুলল ৪ কম ২০০। অধিনায়ক রজত পাটীদারকে কিছুটা সঙ্গ দিলেন ফিল সল্ট, বিরাট কোহলি আর দেবদত্ত পড়িক্কল। ইনিংসের গোড়াপত্তন করতে গিয়ে সল্ট আর কোহলি ভালোই টানছিলেন। ৫ ওভারে ৪৫ করার পর ফিরে গেলেন সল্ট (১৬ বলে ৩২ রান)। কোহলির সঙ্গী হলেন পড়িক্কল। প্রথমে পড়িক্কল (১৪ বলে ২৭ রান) এবং পরে কোহলি (৩০ বলে ৩১ রান) যখন আউট হলেন তখন দল পৌঁছে গেছে ১১৭ রানে। হাতে তখনও ৭.৪ ওভার।

জয়ের উল্লাস। ছবি Indian Super League থেকে নেওয়া।

পড়িক্কল আউট হওয়ার পরে কোহলিকে সঙ্গ দিতে নামেন অধিনায়ক। গোড়া থেকেই হাত খুলে খেলছিলেন রজত। কোহলি আউট হওয়ার পর লিয়াম লিভিংস্টোন এবং জিতেশ শর্মাকে সঙ্গী করে রজত দলের রান পৌঁছে দিলেন ১৭৬-এ। বাকি কাজটা সারলেন টিম ডেভিড। ঝড় তুললেন তিনি। মাত্র ৮ বলে করলেন ২২ রান, নট আউট। ৭ উইকেটে ১৯৬ করে শেষ করল বেঙ্গালুরু।    

গোড়াতেই হুমড়ি খেয়ে পড়ল চেন্নাই

জয়ের জন্য রান তাড়া করতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল চেন্নাই। ২৬ রানের মধ্যেই হারাল ৩ উইকেট। পতন ঠেকানোর চেষ্টা করলেন রাচীন রবীন্দ্র এবং শেষ দিকে রবীন্দ্র জাডেজা এবং এম এস ধোনি। কিন্তু কাজ হল না। রবীন্দ্র দর্শক হয়ে দেখতে লাগলেন দলের পতন। খুব দ্রুত চলে গেলেন রাহুল ত্রিপাঠী, রুতুরাজ গায়কোয়াড় আর দীপক হুডা। প্রথম ৩টি উইকেটের মধ্যে ২টিই তুলে নিলেন হ্যাজলউড।

তার পর সামান্য বিরতি। এর পর দলের ৫২ থেকে ৯৯ রানের মধ্যে চারটি উইকেট পড়ে গেল। ১৫.২ ওভারে ৭ উইকেটে ৯৯ করে চেন্নাই তখন ধুঁকছে। জয় তখনও ৯৭ রান দূরে। হাতে ২৮ বল। চেষ্টা করলেন জাডেজা। কিন্তু ১৯ বলে ২৫ করে তিনি যখন প্যাভিলিয়নের পথে পা বাড়ালেন তখনও জয় ৬৭ রান দূরে, হাতে মাত্র ৮ বল। ধোনি জানতেন এখান থেকে ম্যাচ বার করে সম্ভব নয়। তাই হাত খুলে খেললেন শেষ ওভারে। ৪৩ বছরের উইকেটকিপার-ব্যাটার দর্শকদের মনোরঞ্জন করলেন শেষ ওভারে ২টো ছয় আর ১টা চার মেরে। ১৬ বলে ৩০ রান করে নট আউট থাকলেন। ঠিক ৫০ রানে হেরে গেল চেন্নাই। ২টো ম্যাচের ২টোতেই জিতে আপাতত লিগ টেবিলের শীর্ষে থাকল বেঙ্গালুরু।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আরও পড়ুন

আইপিএল জয়ের উল্লাসে ভাসলেও, কোহলির হৃদয়ে টেস্টই রাজা! তরুণদের দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

আইপিএল ট্রফি হাতে ওঠার আগেই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য ফের তুলে ধরলেন বিরাট কোহলি। তরুণদের দিলেন টেস্ট ক্রিকেটে মনোনিবেশের পরামর্শ।

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...