Homeখেলাধুলোএইচএমআই-তে উদ্বোধন, সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের উদ্যোগে পেন্টাথেলন প্রতিযোগিতার সূচনা সান্দাকফু থেকে

এইচএমআই-তে উদ্বোধন, সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের উদ্যোগে পেন্টাথেলন প্রতিযোগিতার সূচনা সান্দাকফু থেকে

সান্দাকফু থেকে কলকাতা পর্যন্ত প্রায় ৭০০ কিলোমিটার পথ ১৪ দিনে অতিক্রম করবেন প্রতিযোগীরা।

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট ২০২৫ সালে আবার তাদের অনন্য ও চ্যালেঞ্জিং পেন্টাথেলন প্রতিযোগিতার আয়োজন করেছে। গত ৪ নভেম্বর দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। পরের দিন অর্থাৎ ৫ নভেম্বর সান্দাকফু থেকে ট্রেকিংপর্বের সূচনা করা হয়।

মঙ্গলবার হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের (এইচএমআই, HMI) প্রিন্সিপাল কর্নেল রজনীশ জোশী বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে এইচএমআই-তে এই প্রতিযোগিতার ফ্ল্যাগ অফ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার’ (অর্জুন পুরস্কারের সমতুল) সম্মানে সম্মানিত তাপস চৌধুরী, বিশিষ্ঠ পর্বতারোহী তথা এভারেস্টার মলয় মুখোপাধ্যায়-সহ গুণী জনেরা।

প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন দার্জিলিঙের এইচএমআই-তে।

বিভিন্ন বিভাগে পৃথক পৃথক দলে পুরুষ এবং মহিলা বিভাগের প্রতিযোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সান্দাকফু থেকে কলকাতা পর্যন্ত প্রায় ৭০০ কিলোমিটার পথ ১৪ দিনে অতিক্রম করবেন প্রতিযোগীরা। অংশগ্রহণকারীরা পাঁচটি খেলায় যোগ দেবেন — ট্রেকিং, র‍্যাফটিং, কায়াকিং, রোয়িং এবং সেইলিং। সেইলিংয়ের মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি হবে ১৭ নভেম্বর কলকাতার বাবুঘাটে সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে।

উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে কলকাতার সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট বিভিন্ন জলবাহিত বিপর্যয়ের মোকাবিলা এবং তৎসংক্রান্ত প্রশিক্ষণ দেশের বিভিন্ন সংস্থা-সহ সাধারণ মানুষকে দিয়ে আসছে। পাশাপশি বিভিন্ন নৌ অভিযান এবং জলক্রীড়া বিষয়ক প্রতিযোগিতারও আয়োজন করে থাকে এই সংস্থা। তার মধ্যে বিগত কয়েক বছর ধরে তাদের এই পাঁচ ইভেন্টের পেন্টাথেলন প্রতিযোগিতা যুব সম্প্রদায়ের মধ্যে যথেষ্ট প্রভাব বিস্তার করেছে।

ছবি: সংগৃহীত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বাম ঝড়, চারটি পদই বাম ঐক্যের দখলে

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে আবার বাম ঐক্যের জয়জয়কার। চারটি মূল...

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...

সংস্কৃতি, উৎসব, প্রকৃতি—দুর্গরাজ্য রাজস্থানকে পিছনে ফেলে পর্যটক টানতে এগিয়ে বাংলা

রাজস্থানের ঐতিহ্য আর দুর্গ নয়, এখন পর্যটকদের আকর্ষণ বৈচিত্র্য ও সংস্কৃতি। ২০২৪ সালে বিদেশি পর্যটকে দেশের দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার, বাবা লেখক মাহমুদ মামদানি, নিউইয়র্কের মেয়রের জীবন যেন বিশ্বনাগরিকের প্রতিচ্ছবি

আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত বামপন্থী নেতা জোহরান মামদানি (Zohran...

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।