Home খেলাধুলো এশিয়ান প্যারা গেমস: তিরন্দাজিতে শীতল দেবী, দৌড়ে রমন শর্মা জিতলেন সোনা     

এশিয়ান প্যারা গেমস: তিরন্দাজিতে শীতল দেবী, দৌড়ে রমন শর্মা জিতলেন সোনা     

0
শীতলা দেবী।

হ্যাংঝাউ: এশিয়ান প্যারা গেমসের পঞ্চম দিন সক্কালেই এল সোনার খবর। সোনা জিতলেন তিরন্দাজ শীতল দেবী। তিনি মেয়েদের ব্যক্তিগত কম্পাউন্ড ওপেন ইভেন্টের ফাইনালে হারালেন সিঙ্গাপুরের আলিম নুর সিয়াহিদাহকে। দু’জনের মধ্যে সমানে সমানে লড়াই চলে। শেষ পর্যন্ত শীতল ১৪৪-১৪২ পয়েন্টে তাঁর প্রতিপক্ষকে পরাজিত করেন।

শুক্রবার এল আরও একটি সোনা। পুরুষদের ১৫০০ মিটার টি-৩৮ ইভেন্টে ৪ মিনিট ২০.৮ সেকেন্ড সময় করে সোনা জিতে নিলেন রমন শর্মা। তাঁর এই সময় এশীয় এবং এশিয়ান প্যারা গেমস-এ রেকর্ড।

আরও পদক

এ ছাড়াও এ দিন এখনও পর্যন্ত এসেছে পুরুষদের বর্শা ছোড়ায় (জ্যাভেলিন থ্রো এফ-৫৪) রুপো ও ব্রোঞ্জ, পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলস-এ রুপো এবং মেয়েদের ডিসকাস থ্রো –তে ব্রোঞ্জ।

পুরুষদের বর্শা ছোড়া প্রতিযোগিতার পরে পদক-মঞ্চে দেখা গেল দুই ভারতীয়কে। ২৫.৯৪ মিটার দূরত্বে ছুড়ে রুপো পেলেন প্রদীপ কুমার এবং ২৫.০৪ মিটার দূরত্বে ছুড়ে ব্রোঞ্জ পেলেন অভিষেক চামোলি।

পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলস-এ এসএইচ৬ ক্যাটেগরির ফাইনালে চিনের কাই ম্যান চু-এর সঙ্গে দুর্দান্ত লড়াই চালিয়েও হেরে গেলেন কৃষ্ণ নগর। ফলে তিনি পেলেন রুপো। আর মেয়েদের ডিসকাস থ্রো (এফ৩৭/৩৮) ইভেন্টে ২২.৫৫ মিটার দূরত্বে ছুড়ে ব্রোঞ্জ পেলেন লক্ষ্মী।

পদক তালিকায় ভারত

এশিয়ান প্যারা গেমসের চতুর্থ দিনের শেষে পদক-তালিকায় ভারত ছিল অষ্টম স্থানে। তখনও পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছে ১৮টা সোনা, ২৩টা রুপো আর ৪১টা ব্রোঞ্জ। ১৫৭ সোনা, ১২৮ রুপো এবং ১০৮ ব্রোঞ্জ পদক পেয়ে চিন পদক-তালিকায় শীর্ষে রয়েছে।

আরও পড়ুন

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের আবার হার, ২৫.৪ ওভারেই জিতে গেল শ্রীলঙ্কা  

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version