Homeখেলাধুলোখেলরত্ন পুরস্কার মনোনয়ন নিয়ে বিতর্ক, মনু ভাকেরের প্রথম প্রতিক্রিয়া

খেলরত্ন পুরস্কার মনোনয়ন নিয়ে বিতর্ক, মনু ভাকেরের প্রথম প্রতিক্রিয়া

প্রকাশিত

নয়াদিল্লি: ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের মনোনয়ন তালিকায় জায়গা না পেয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় শুটার মনু ভাকের। মঙ্গলবার নিজের এক্স (আগের টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করে তিনি এই ঘটনায় তাঁর পক্ষ থেকে কিছু ত্রুটি হয়েছে বলে স্বীকার করেন। পাশাপাশি, তিনি সবাইকে বিষয়টি নিয়ে জল্পনা না করার অনুরোধ জানান।

মনু ভাকের লেখেন, “খেলরত্ন পুরস্কারের মনোনয়ন নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে আমি বলতে চাই, একজন ক্রীড়াবিদ হিসেবে আমার কাজ দেশের জন্য খেলা ও পারফর্ম করা। পুরস্কার ও স্বীকৃতি আমাকে উৎসাহিত করে, তবে এগুলো আমার লক্ষ্য নয়। মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে হয়তো আমার পক্ষ থেকে কিছু ত্রুটি হয়েছে, যা সংশোধন করা হচ্ছে।”

তিনি আরও যোগ করেন, “পুরস্কার থাক বা না থাক, আমি দেশের জন্য আরও পদক জেতার লক্ষ্য নিয়ে অনুপ্রাণিত থাকব। সবাইকে অনুরোধ করছি, দয়া করে বিষয়টি নিয়ে কোনও জল্পনা করবেন না।”

বিতর্কের উৎস

খেলরত্ন পুরস্কারের জন্য মনোনয়ন জমা না দেওয়ার অভিযোগ করেছে ক্রীড়া মন্ত্রক। তবে মনুর বাবা রাম কিশন এই দাবি নাকচ করে জানিয়েছেন, মনোনয়ন জমা দেওয়া হয়েছিল, কিন্তু কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এক সাক্ষাৎকারে রাম কিশন বলেন, “একটি অলিম্পিকে দু’টি পদক জিতেও যদি পুরস্কারের জন্য আবেদন করতে হয়, তবে তার কোনও মানে হয় না। একজন সরকারি আধিকারিক সিদ্ধান্ত নিচ্ছেন এবং কমিটির সদস্যরা নীরব। এটাই কি ক্রীড়াবিদদের উৎসাহ দেওয়ার সঠিক উপায়?”

মনোনয়ন তালিকা

সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ভি রামাসুব্রহ্মণ্যমের নেতৃত্বাধীন ১২ সদস্যের ন্যাশনাল স্পোর্টস ডে কমিটি মনু ভাকেরকে মনোনয়ন তালিকায় অন্তর্ভুক্ত করেনি। মনোনীতদের তালিকায় রয়েছেন ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং প্যারা-অ্যাথলিট প্রবীণ কুমার প্রমুখ।

ক্রীড়ামন্ত্রকের বক্তব্য

ক্রীড়া মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, “চূড়ান্ত তালিকা এখনও তৈরি হয়নি। আমরা তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়ায় আছি। মন্ত্রীর অনুমোদনের পরই চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। বুধবার কমিটির সঙ্গে মন্ত্রীর একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে”।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।