বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র, সিয়াচেন হিমবাহে ফাইভ-জি পরিষেবা চালু করেছে রিলায়েন্স জিও। ভারতীয় সেনার ‘ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস’ একটি পোস্টে এই খবর জানা গিয়েছে। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, জিও টেলিকম এবং ভারতীয় সেনা যৌথ উদ্যোগে সিয়াচেন হিমবাহে প্রথম ফাইভ-জি মোবাইল টাওয়ার সফলভাবে স্থাপন করেছে।
সেনা দিবসের ঠিক আগে, ১৫ জানুয়ারি, সিয়াচেন হিমবাহে ফোর-জি এবং ফাইভ-জি পরিষেবা চালু করে বড়সড় সাফল্য অর্জন করেছে জিও। সিয়াচেন হিমবাহে পরিষেবা চালু করা প্রথম ভারতীয় অপারেটর হিসেবে রিলায়েন্স জিও একটি মাইলফলক ছুঁয়ে ফেলল। সেনাবাহিনী একে দুর্দান্ত সাফল্য হিসাবে অভিহিত করে জানিয়েছে, এই অসাধারণ কাজটি তাদের সাহসী সেনাদের উৎসর্গ করা হয়েছে, যারা চরম প্রতিকূল পরিবেশে এই চ্যালেঞ্জ সম্পন্ন করেছেন।
এত উচ্চতায় টাওয়ার স্থাপন করা ছিল অত্যন্ত কঠিন কাজ। সেখানে নিরাপত্তা এবং সমস্ত প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ নিশ্চিত করে সেনাবাহিনী। অন্যদিকে, জিও নিজেদের স্বদেশি সম্পূর্ণ স্ট্যাক ফাইভ-জি প্রযুক্তি ব্যবহার করে এই কাজটি সম্পূর্ণ করেছে। ফায়ার অ্যান্ড ফিউরি সিগনালার্স এবং সিয়াচেনে কর্তব্যরত সেনা জওয়ানরা একত্রে জিওর টিমের সঙ্গে কাজ করে উত্তর হিমবাহে এই ফাইভ-জি টাওয়ার স্থাপন করেছেন।
উল্লেখ্য, এই অঞ্চলের তাপমাত্রা প্রায়ই -৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। ঠান্ডা বাতাস এবং প্রবল তুষারঝড় এখানে নিত্যদিনের ঘটনা। এই চ্যালেঞ্জিং পরিবেশেও ফাইভ-জি পরিষেবা চালু হওয়ায় সিয়াচেন এখন উন্নত প্রযুক্তির এক নতুন দিগন্তে পা রেখেছে।