সম্প্রতি ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যোগ হয়েছে নতুন ফিচার৷ নয়া ফিচারের মাধ্যমে খুব সহজে জানা যাবে হোয়াটঅ্যাপে কে আপনাকে ট্র্যাক করছে ৷
হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক সময়ই লাইভ লোকেশন শেয়ার করেন ব্যবহারকারীরা, যা অজান্তেই সমস্যায় ফেলতে পারে তাঁদের৷ সাধারণত কোনও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী যখন অপরপ্রান্তে থাকা কোনও ব্যক্তিকে তাঁর অবস্থান শেয়ার করেন বা লাইভ লোকেশন পাঠান, তখন সংশ্লিষ্ট ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যম ট্র্যাকিংয়ের শিকার হতে পারেন৷ এমনকি, কোনও অচেনা জায়গায় যাওয়ার সময় অনেকেই হোয়াটসঅ্যাপে তাঁদের লাইভ লোকেশন শেয়ার করেন, তা থেকেও হতে পারে ট্র্যাকিং। কখনও কখনও দেখা যায় নির্দিষ্ট গন্তব্য পৌঁছনোর পরেও অনেকে লোকেশন শেয়ার অপশন বন্ধ করতে ভুলে গিয়েছেন, তার থেকে সমস্যা হতে পারে।
লাইভ লোকেশন অপশন ঝুঁকিপূর্ণ৷ যে কেউ এই অপশনে ঢুকে করে সংশ্লিষ্ট ব্যক্তিকে ট্র্যাক করতে পারেন। ট্র্যাকিংয়ের মাধ্যমে ওই ব্যক্তির গতিবিধির উপর নজর রাখতে পারেন।
কী ভাবে চিহ্নিত করবেন
সম্প্রতি হোয়াটসঅ্যাপ একটি ফিচার চালু করেছে, যার সাহায্যে জানা যাবে কে আপনার অজান্তেই আপনার গতিবিধি প্রযুক্তির সাহায্যে ট্র্যাক করছে৷ এই ট্র্যাকিং বন্ধ করা যাবে৷ যিনি ট্র্যাক করছেন তাঁকে চিহ্নিত করা যাবে৷ এর জন্য কার কাছে আপনার অ্যাক্সেস আছে তা জানতে, প্রথমে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। তার পর ওপরের ডান দিকে কোণায় তিনটি ডটের মেনু আইকনে ক্লিক করতে হবে। এর পর ‘সেটিংস’ অপশন বেছে নিন এবং ‘প্রাইভেসি’ অপশনে প্রেস করুন। ‘লোকেশন’ অপশন না আসা পর্যন্ত স্ক্রোল করতে হবে। এই অপশন এলে ক্লিক করে দেখে নিন কার সঙ্গে আপনি লাইভ লোকেশন শেয়ার করেছেন। প্রয়োজনে আপনি লাইভ অবস্থান বৈশিষ্ট্যটিও বন্ধ করতে পারবেন৷