Homeপ্রযুক্তিচিনা সংস্থার সহায়তায় সৌদি আরবে চালু এআই ডক্টর ক্লিনিক

চিনা সংস্থার সহায়তায় সৌদি আরবে চালু এআই ডক্টর ক্লিনিক

প্রকাশিত

সৌদি আরবে খুলেছে এমন এক অভিনব ডক্টর ক্লিনিক যেখানে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে চিকিৎসা করা হবে রোগীদের। সৌদি আরবের পূর্ব প্রান্তের আল আহসা প্রদেশে গত মাস থেকে পরীক্ষামূলক ভাবে এআই ডক্টর ক্লিনিক চালু করা হয়েছে। চিনা মেডিক্যাল টেকনোলজি সংস্থা Synyi AI ও সৌদি আরবের Almoosa Health Group এআই ডক্টর ক্লিনিক চালু করেছে। চিনা সংস্থা জানিয়েছে, মানুষ চিকিৎসকরা ‘সেফটি গেটকিপার’ হিসাবে কাজ করবেন। এআই প্রযুক্তি নির্ভর চিকিৎসকরা স্বাধীন ভাবে রোগীর অসুখ চিহ্নিত করে প্রেসক্রিপশন তৈরি করবে। চিকিৎসা পদ্ধতি ও রোগ নির্ণয় ঠিক হয়েছে কিনা তা দেখবেন মানুষ চিকিৎসকরা।

কীভাবে কাজ করবে এআই ডক্টর ক্লিনিকরোগী ক্লিনিকে আসার পর এআই প্রযুক্তি নির্ভর চিকিৎসক ‘ডক্টর হুয়া’-কে নিজের শরীরের নানান রকম উপসর্গ, সমস্যার কথা ট্যাবলেট কম্পিউটার মারফত জানাবেন রোগী। এআই ডক্টর হুয়া-ও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে। তথ্য ও ছবি যাচাই করবে এআই ডক্টর হুয়া। তবে তা করবে মানুষ চিকিৎসকের তত্ত্বাবধানে। জরুরি অবস্থায় এআই ডক্টর হুয়া নয় চিকিৎসা করবেন মানুষ চিকিৎসক।
এদিকে, চিনে বিশ্বে প্রথম বার পুরোপুরি এআই প্রযুক্তি নির্ভর হাসপাতাল (এজেন্ট হাসপাতাল) তৈরি হয়েছে। এই ভার্চুয়াল হাসপাতালের সব পরিষেবাই দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। কোনো মানুষ চিকিৎসক নেই চিকিৎসা করবে এআই চিকিৎসক, রোবোটিক সার্জেন। চিনেন সিংহুয়া বিশ্ববিদ্যালয় (Tsinghua Hospital) এর গবেষকরা এমনই অভিনব হাসপাতাল তৈরি করেছেন।

পুরোপুরি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর এজেন্ট হাসপাতাল একেবারে পুরোপুরি ভার্চুয়াল ফেসিলিটি। এই ভার্চুয়াল হাসপাতালে কোনো মানুষ চিকিৎসক যেমন নেই তেমনই নেই কোনো মানুষ স্বাস্থ্যকর্মী, কোনো হাসপাতালের কর্মচারী। এমনকি নেই কোনো হাসপাতালের ওয়ার্ডও। এজেন্ট হাসপাতালে থাকবে ১৪ জন এআই চিকিৎসক ও ৪ জন এআই নার্স। এরা প্রতিদিন ৩ হাজার রোগী দেখতে সক্ষম। সিমিউলেটেড পরিবেশে এআই এজেন্টরা ভার্চুয়ালি রোগীর অসুখ চিহ্নিত করে ট্রিটমেন্ট শুরু করবে। অত্যাধুনিক ল্যাঙ্গুয়েজ মডেল ও মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহার করবে এআই চিকিৎসক ও এআই নার্স।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

ওয়াইফাই রাউটারেই মিলবে হার্টবিট মনিটরিং! ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের নয়া প্রযুক্তি Pulse-Fi

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণায় তৈরি হল Pulse-Fi। স্মার্টওয়াচ বা মনিটর ছাড়াই ওয়াইফাই সিগনাল দিয়ে বোঝা যাবে হৃৎস্পন্দনের ওঠানামা। মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহারেই সম্ভব হচ্ছে এই প্রযুক্তি।

বর্জ্য নয়, সম্পদ! রান্নাঘরের ময়লা থেকে ৪৮ ঘণ্টায় মাটি বানাচ্ছে বেঙ্গালুরুর স্টার্ট-আপের এআই যন্ত্র

রান্নাঘরের বর্জ্য থেকে মাত্র ৪৮ ঘণ্টায় জৈব সার বানাবে বেঙ্গালুরুর স্টার্ট-আপ Mankomb-এর এআই যন্ত্র ‘Chewie’। দুর্গন্ধমুক্ত, সহজ ব্যবহারযোগ্য প্রযুক্তি।