Home প্রযুক্তি বাইক দুর্ঘটনা রুখতে উন্নত প্রযুক্তি জার্মান সংস্থা BOSCH-এর

বাইক দুর্ঘটনা রুখতে উন্নত প্রযুক্তি জার্মান সংস্থা BOSCH-এর

0

দেশ জুড়ে বাড়ছে বাইক দুর্ঘটনার সংখ্যা। এটা যথেষ্ট উদ্বেগজনক। অনেক সময় বাইক দুর্ঘটনা অকালে প্রাণ কাড়ছে। গুরুতর জখম হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন অনেকে। অনেক বাইক দুর্ঘটনাই ঘটে সঠিক সময়ে ব্রেক না কষার কারণে। তা ছাড়া ঠিকমতো ব্রেক প্রয়োগ না হওয়ার ফলে বাইক স্কিড হওয়ার আশঙ্কাও থাকে। এই সমস্ত পরিস্থিতি থেকে বাঁচাবে BOSCH ARAS (অ্যাডভান্সড রাইডার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম) প্রযুক্তি। সম্প্রতি ভারতের বাজারে আসা KTM 1390 Super Adventure S EVO বাইকে প্রথম এই প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছে।

আশা করা হচ্ছে, ২০২৫ সালে উন্নত মানের বিভিন্ন ব্র্যান্ডের মোটরবাইকে পাওয়া যাবে অত্যাধুনিক এই বিশেষ প্রযুক্তি। এটির সুবিধা হল, সিস্টেমের উভয় প্রান্তে বিশেষ রাডার থাকবে, যা দুর্ঘটনা রোধ করতে অতিরিক্ত ব্রেক চাপ প্রয়োগ করতে সাহায্য করবে। পাশাপাশি, জরুরি পরিস্থিতিতে গাড়ির পেছনে থাকা চলন্ত বাইককে থামতে সাহায্য করবে।

এতে একটি সেল্‌ফ স্টপিং র‍্যাডার থাকবে। স্বয়ংক্রিয় ভাবে গিয়ারবক্সগুলির সঙ্গে এই র‍্যাডার যৌথ ভাবে কাজ করবে। এই নয়া প্রযুক্তি মাঝারি ওজনের বাইকের পাশাপাশি প্রিমিয়াম হাই-এন্ড স্কুটারগুলিতেও ব্যবহার করা যেতে পারে।

এই অভিনব প্রযুক্তি বাইক দুর্ঘটনা কমাবে বলে দাবি করেছে জার্মান সংস্থা BOSCH। তবে এই বিশেষ প্রযুক্তি ব্যবহারের জন্য অতিরিক্ত খরচ করতে হবে মোটরসাইকেল চালকদের। আশা করা হচ্ছে, আগামী বছর ভারতে যে সব প্রিমিয়াম বাইক আসবে তাতে দেখা যেতে পারে এই অ্যাডভান্স রাইডার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version