Home প্রযুক্তি উৎসবের মরসুমে নয়া ফিচার হোয়াটসঅ্যাপে

উৎসবের মরসুমে নয়া ফিচার হোয়াটসঅ্যাপে

0
ছবি সৌজন্যে হোয়াটসঅ্যাপ।

বড়দিনের উৎসবের মরসুমে উপলক্ষ্যে হোয়াটসঅ্যাপে বিশেষ ফিচার যোগ করেছে মেটা। এগুলি ব্যবহার করা যাবে মাত্র ১৫ দিন। বড়দিন ও ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য এই নতুন ফিচার ব্যবহার করা যাবে ২০ ডিসেম্বর থেকে আগামী বছর ৩ জানুয়ারি পর্যন্ত। ইংরেজি নতুন বছর ও বড়দিন উপলক্ষ্যে এ সব নয়া ফিচার ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যোগ করা হয়েছে।

কোন কোন নয়া ফিচার যোগ হল হোয়াটসঅ্যাপে

NYE কলিং এফেক্ট: ইউজাররা নতুন বছর উদযাপন করার জন্য ভিডিয়ো কলে একাধিক ফিল্টার যোগ করতে পারবেন, যা ছুটির দিনে ভিডিও কলগুলিকে আরও বিশেষ করে তুলবে।

অ্যানিমেটেড রিঅ্যাকশন: ইমোজি ব্যবহার করে কোনও বার্তায় প্রতিক্রিয়া জানালে, প্রেরক এবং প্রাপক উভয়ের কাছে একটি অ্যানিমেটেড বার্তা যাবে।

নতুন স্টিকার: উৎসবের মরসুমে ব্যবহারকারীরা NYE স্টিকার এবং অবতারের কিউরেটেড প্যাক পাবেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version