এ বার বিএসএনএল (BSNL) সিম কার্ড কেনার জন্য আর দোকান বা টেলিকম অফিসে যাওয়ার প্রয়োজন নেই। সরকারি মালিকানাধীন এই টেলিকম সংস্থা এটিএম-এর মতো বিশেষ মেশিনের মাধ্যমে সিম কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই নতুন পরিষেবা ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৫-এ প্রথম প্রদর্শিত হয়েছে। গ্রাহকরা এখন BSNL Self Care অ্যাপ এবং ভেন্ডিং মেশিন ব্যবহার করে যে কোনও সময় সিম কার্ড পেতে পারবেন।
BSNL-এর সিম ভেন্ডিং মেশিন
সংস্থা জানিয়েছে, এই ভেন্ডিং মেশিনগুলোকে রেলওয়ে স্টেশন, বিমানবন্দরসহ ব্যস্ত এলাকায় বসানো হবে। এখান থেকে গ্রাহকরা সহজেই সিম কার্ড পেতে পারেন। বিএসএনএল দ্রুত গ্রাহক সংখ্যা বাড়ানোর লক্ষ্যে এই নতুন উদ্যোগ চালু করছে।
এছাড়াও, বিএসএনএল সারা দেশে ফোর-জি পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে এবং ইতিমধ্যে 5G প্রযুক্তির পরীক্ষাও শুরু করেছে। যোগাযোগ মন্ত্রী জানিয়েছেন, বিএসএনএল-এর ফাইভ-জি পরিষেবা আগামী বছরের জুন মাস থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই সিম ভেন্ডিং মেশিনগুলি তাদের জন্য বিশেষভাবে উপকারী হবে, যারা টেলিকম অফিসে যেতে চান না। গ্রাহকরা BSNL Self Care অ্যাপ এবং মেশিন ব্যবহার করে নতুন সিম কার্ড পেতে পারবেন। সংস্থাটি এশিয়ার বৃহত্তম প্রযুক্তি ইভেন্টে অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তিও প্রদর্শন করছে, যেমন ইন্টেলিজেন্ট ভিলেজ, ভার্চুয়াল রিয়েলিটি, এবং স্প্যাম কল রোধে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার।
প্রযুক্তি ব্যবহার করে স্প্যাম কলের বিরুদ্ধে লড়াই
ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে স্প্যাম কল শনাক্ত ও কমানোর জন্য AI-ভিত্তিক একটি নতুন সিস্টেম প্রদর্শন করেছে বিএসএনএল। এছাড়াও, তারা স্যাটেলাইট ব্যবহার করে গ্রাহকদের কলিং ও ইন্টারনেট পরিষেবার বিষয়টিও প্রদর্শন করেছে। স্যাটেলাইট সংযোগ বাড়াতে আন্তর্জাতিক কোম্পানি Viasat-এর সঙ্গে বিএসএনএল অংশীদারিত্ব করেছে, যা প্রতিরক্ষা বাহিনীর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে।
অন্যদিকে, বিএসএনএল-এর আধিকারিকরা এস্টিমেটস কমিটিকে জানিয়েছেন যে আগামী ছয় মাসের মধ্যে গ্রাহকদের উন্নত পরিষেবা দেওয়া হবে। তাঁরা প্রায় ১০০,০০০ মোবাইল টাওয়ার ফোর-জি পরিষেবায় উন্নীত করার পরিকল্পনা প্রকাশ করেছেন, যেখানে বর্তমানে ২৪,০০০ টাওয়ার রয়েছে। “আত্মনির্ভর ভারত” উদ্যোগের অংশ হিসেবে দেশীয় প্রযুক্তি ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএনএল।