আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর।
অ্যান্ড্রয়েডের পর এ বার iOS প্ল্যাটফর্ম ব্যবহারকারীরাও পাবেন গুগল ‘সার্কেল টু সার্চ’ ফিচারের সুবিধা৷ গুগল অ্যাপে সম্প্রতি এই নতুন ভিজ্যুয়াল লুকআপ ফিচার যোগ করা হয়েছে। এই নতুন ফিচার গুগল লেন্সে ব্যবহার করা যাবে। ফলে ব্যবহারকারীরা তাঁদের স্ক্রিনে প্রদর্শিত টেক্সট বা ছবির ওপর সার্কেল মার্ক করে সেটি সম্পর্কে তথ্য অনুসন্ধান করতে পারবেন। কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাহায্যে এই ফিচারের মাধ্যমে সার্চ করা তথ্য ফুটে উঠবে স্ক্রিনের ওপর৷ এই ফিচারে যে কোনো গান, ছবি, টেক্সট সব কিছুই অনুসন্ধান করা যাবে৷
এক ব্লগ পোস্টে টেক জায়ান্ট গুগল জানায়, কয়েক দিন আগেই প্রথম অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই সুবিধা দেওয়া হয়েছিল৷ এ বার আইফোন ব্যবহারকারীদের জন্য এই টুলটি ব্যবহারের সুবিধা আনা হল।
iOS-এর জন্য Google Chrome এখন Google Lens-এ সার্চ ফিচার আপগ্রেড করেছে। এই ফিচারটি সমগ্র অ্যাপ জুড়ে কাজ করে এবং সমস্ত ওয়েব পেজে সাপোর্ট করবে। ব্যবহারকারীরা তাৎক্ষণিক ভাবে ভিজ্যুয়াল লুকআপ চালানোর জন্য কিছু আঁকতে, হাইলাইট করতে বা ট্যাপ করতে পারবেন।