Homeপ্রযুক্তিঅ্যান্ড্রয়েডে এবার চুরি ঠেকাতে গুগলের নতুন তিন সিকিউরিটি ফিচার! ফোন হাতছাড়া হলেই...

অ্যান্ড্রয়েডে এবার চুরি ঠেকাতে গুগলের নতুন তিন সিকিউরিটি ফিচার! ফোন হাতছাড়া হলেই সঙ্গে সঙ্গে লক

প্রকাশিত

স্মার্টফোন চুরি রুখতে টেক জায়েন্ট গুগল আইফোনের মতো অ্যান্ড্রয়েড ডিভাইসে থেফট ডিটেকশন লক (Theft Detection Lock), অফলাইন ডিভাইস লক (Offline Device Lock) এবং রিমোট লকের (Remote Lock) মতো তিনটি নতুন ফিচার নিয়ে এল। যেগুলির মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই নিজের ডিভাইসের ব্যক্তিগত ডেটা সুরক্ষিত রাখতে পারবেন। আপাতত আমেরিকায় চালু হয়েচে, আশা করা হচ্ছে খুব শিগগিরই গোটা বিশ্বে এই ফিচারগুলি চালু করা হবে।

Google-এর এই নতুন সিকিউরিটি টুল গুলির মধ্যে অন্যতম একটি ফিচার হল থেফট ডিটেকশন লক (Theft Detection Lock)। কারণ যদি কখনো কোনো মানুষের হাত থেকে স্মার্টফোন চুরি যায়, তাহলে এই ফিচারটি তৎক্ষণাৎ সক্রিয় হয়ে যাবে। যার ফলে চোর কোনো মতেই ফোন ব্যবহার করতে পারবে না। এই সিস্টেমটি একটি মেশিন লার্নিং মডেলের মাধ্যমে কাজ করে, যা ফোনটি কিভাবে পরিচালনা করা হচ্ছে তা নিরীক্ষণ করে।

চোর কোনো ব্যক্তির হাত থেকে ফোনটি ছিনিয়ে নিলে, ফোন তা দ্রুত অনুভব করে স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যায়। আর একবার লক হয়ে গেলে চোর কোনো ভাবেই ডিভাইসে স্থিত অ্যাপ্লিকেশন, ডেটা বা ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করতে পারে না। এছাড়াও, কেও যদি কোনো উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ফোন চুরি করে থাকে, তাহলেও তাদের উদ্দেশ্য সফল হয় না। ফলে চোরদের পক্ষে ফোন চালানো কঠিন হয়ে পড়ে।

অফলাইন ডিভাইস লক ফিচারটি সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয়, তাই ব্যবহারকারীদের ম্যানুয়ালি এটিকে চালু করার কোনো দরকার নেই। আর এটিকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে, ডিভাইস চুরি হওয়ার পর যদি এটি চোরের কাছে থাকে, তবুও তারা এটি ব্যবহার করতে পারবে না। এছাড়া, যেহেতু এটি কোনো ইন্টারনেট কানেকশনের উপর নির্ভর করে না, তাই এই ফিচারটি অফলাইনেও কাজ করতে সক্ষম।

তবে অফলাইন ডিভাইস লক ফিচারের সব থেকে ভালো বিষয় হচ্ছে যে, যদি কোনো চোর ফোনটিকে দীর্ঘ সময় ইন্টারনেট কানেকশন থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে, তাহলে ফোন নিজেই স্ক্রিনটি লক করে দেয়।

এছাড়া ফোন চুরি ঠেকাতে রিমোট লকের মতো ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজের ফোন নম্বর ব্যবহার করে দূরে থাকা ফোনটিকে লক করার সুযোগ পাবেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুকের নতুন চমক! এলো ফ্যান চ্যালেঞ্জ ও পার্সোনালাইজড টপ ফ্যান ব্যাজ

ফেসবুক চালু করল দুটি নতুন ইন্টারঅ্যাকটিভ ফিচার— ফ্যান চ্যালেঞ্জ ও পার্সোনালাইজড টপ ফ্যান ব্যাজ। কনটেন্ট ক্রিয়েটর ও ফলোয়ারদের আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে এই ফিচারগুলি।

পুজোয় আসছে ‘ইকোজেনিক’, বর্জ্যকে কাঠকয়লায় পরিণত করার প্রযুক্তি আনছে কলকাতা পুরসভা

পুজোতেই চালু হচ্ছে কলকাতা পুরসভার পরিবেশবান্ধব প্রযুক্তি ‘ইকোজেনিক’। মণ্ডপের বর্জ্য থেকেই তৈরি হবে কাঠকয়লা ও জ্বালানি, জানালেন মেয়র ফিরহাদ হাকিম।