Home প্রযুক্তি ২০২৬-এ আসছে গুগল-স্যামসাংয়ের Android XR স্মার্ট গ্লাস, থাকবে লাইভ অনুবাদ ও মেমোরি...

২০২৬-এ আসছে গুগল-স্যামসাংয়ের Android XR স্মার্ট গ্লাস, থাকবে লাইভ অনুবাদ ও মেমোরি রিকল ফিচার

গুগল-স্যামসাংয়ের Android XR স্মার্ট গ্লাস

গুগল ও স্যামসাং একসঙ্গে একটি নতুন স্মার্ট গ্লাস আনার পরিকল্পনা করেছে। কোরিয়ান সংবাদসংস্থা দাবি করেছে, এই দুই সংস্থা Android XR Smart Glasses লঞ্চ করতে চলেছে। এই স্মার্ট গ্লাসের ২০২৬ সালে বাজারে আসবে।

গুগল এরমধ্যেই এই গ্লাসের প্রোটোটাইপ দেখিয়েছে, যার মধ্যে লাইভ ট্রান্সলেশন, মেমোরি রিকল এবং উন্নত নেভিগেশন ক্যাপাবিলিটির মতো ফিচার আছে বলে জানা গেছে। Android XR স্মার্ট গ্লাসে লাইভ ট্রান্সলেশনের সুবিধা থাকবে, যা খুব সহজে দ্রুত যেকোনো ভাষা অনুবাদ করে দেবে। আবার মেমোরি রিকল ফিচারের মাধ্যমে সাম্প্রতিক ভিজ্যুয়াল ইনপুট পুনরায় দেখা যাবে। এছাড়া, এই গ্লাসে থাকবে উন্নত নেভিগেশন টুল, যা ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনে আরও সুবিধা প্রদান করবে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাং স্মার্ট গ্লাসের ম্যানুফ্যাকচারিং এবং মার্কেটিংয়ের দায়িত্বে থাকবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version