Homeপ্রযুক্তিজাল বুনছে জালিয়াতরা, ফোনে স্প্যাম কল আটকাতে কী করবেন

জাল বুনছে জালিয়াতরা, ফোনে স্প্যাম কল আটকাতে কী করবেন

প্রকাশিত

ভুবনজোড়া ফাঁদ পেতেছে জালিয়াতরা। নিত্যনতুন উপায় করে চলেছে চিচিং ফাঁক। জালিয়াতদের তাদের খেলাতেই জব্দ করতে প্রয়োগ করতে হবে মগজাস্ত্র। ফোনে আসা স্প্যাম কল ঠেকাতে হতে হবে চালাকচতুর।

কীভাবে ফোনে আসা স্প্যাম কল ঠেকাবেন

১) থার্ড পার্টি অনেক অ্যাপ আছে স্প্যাম ফিল্টারিং ফিচার্স দেয়। ট্রু কলার, কল ব্লকার, কলস ব্ল্যাকলিস্ট, কল কন্ট্রোলের মতো একাধিক অ্যাপ রয়েছে যার মাধ্যমে আপনি কোন কলটি স্প্যাম, কোনটি নয়, তা সহজেই ধরতে পারবেন। স্প্যাম কল হলে ওই ফোন এড়িয়ে যাবেন।

২) এ ছাড়া গুগলের স্প্যাম ফিল্টারিংও অনেক ক্ষেত্রে কাজে লাগে। তবে অনেক ক্ষেত্রে তা বেশি মাত্রায় সক্রিয়।

৩) অ্যানড্রয়েড সিস্টেমে নিজেরই স্প্যাম ফিল্টার আছে। ফোন অ্যাপ খুলতে হবে। সেটিংস থেকে ট্যাপ কলার আইডি ও স্প্যাম অ্যাসিস্টিভ সেকশন খুলতে হবে। ফিল্টার খুলে স্প্যাম কল ব্লক অপশনে টিক দিতে হবে। তা হলেই স্প্যাম কল বন্ধ হয়ে যাবে।

কীভাবে আপনার ফোন নম্বর খুঁজে পায় জালিয়াতরা

স্প্যামাররা অনেক পদ্ধতিতে আপনার ফোন নম্বর খুঁজে পায়। টেলিমার্কেটাররা বিভিন্ন থার্ড পার্টি ডেটা প্রোভাইডারদের থেকে একসঙ্গে অনেক ফোন নম্বর কেনে। এ ছাড়াও আপনি যদি কোনো অফার দেখে আপনার ফোন নম্বর রেজিস্টার্ড করেন, অথবা কোনো স্পনসর্ড প্রতিযোগিতায় নাম দেন, টেলিমার্কেটারদের কাছে খুব সহজেই আপনার নম্বর পৌঁছে যায়। কোনো ডোনেশন, চ্যারিটির নাম করেও অনেকে আপনার ফোন নম্বর নেয়। সেখান থেকেও ফাঁস হতে পারে আপনার ফোন নম্বর। তাই অজানা কাউকে ফোন নম্বর দেওয়ার আগে ভেবেচিন্তে দেবেন।

আরও পড়ুন

ছবির গুণমান উন্নত করতে Realme-এর ফোনে এআই প্রযুক্তির ব্যবহার

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুকের নতুন চমক! এলো ফ্যান চ্যালেঞ্জ ও পার্সোনালাইজড টপ ফ্যান ব্যাজ

ফেসবুক চালু করল দুটি নতুন ইন্টারঅ্যাকটিভ ফিচার— ফ্যান চ্যালেঞ্জ ও পার্সোনালাইজড টপ ফ্যান ব্যাজ। কনটেন্ট ক্রিয়েটর ও ফলোয়ারদের আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে এই ফিচারগুলি।

পুজোয় আসছে ‘ইকোজেনিক’, বর্জ্যকে কাঠকয়লায় পরিণত করার প্রযুক্তি আনছে কলকাতা পুরসভা

পুজোতেই চালু হচ্ছে কলকাতা পুরসভার পরিবেশবান্ধব প্রযুক্তি ‘ইকোজেনিক’। মণ্ডপের বর্জ্য থেকেই তৈরি হবে কাঠকয়লা ও জ্বালানি, জানালেন মেয়র ফিরহাদ হাকিম।