Home প্রযুক্তি জাল বুনছে জালিয়াতরা, ফোনে স্প্যাম কল আটকাতে কী করবেন

জাল বুনছে জালিয়াতরা, ফোনে স্প্যাম কল আটকাতে কী করবেন

0

ভুবনজোড়া ফাঁদ পেতেছে জালিয়াতরা। নিত্যনতুন উপায় করে চলেছে চিচিং ফাঁক। জালিয়াতদের তাদের খেলাতেই জব্দ করতে প্রয়োগ করতে হবে মগজাস্ত্র। ফোনে আসা স্প্যাম কল ঠেকাতে হতে হবে চালাকচতুর।

কীভাবে ফোনে আসা স্প্যাম কল ঠেকাবেন

১) থার্ড পার্টি অনেক অ্যাপ আছে স্প্যাম ফিল্টারিং ফিচার্স দেয়। ট্রু কলার, কল ব্লকার, কলস ব্ল্যাকলিস্ট, কল কন্ট্রোলের মতো একাধিক অ্যাপ রয়েছে যার মাধ্যমে আপনি কোন কলটি স্প্যাম, কোনটি নয়, তা সহজেই ধরতে পারবেন। স্প্যাম কল হলে ওই ফোন এড়িয়ে যাবেন।

২) এ ছাড়া গুগলের স্প্যাম ফিল্টারিংও অনেক ক্ষেত্রে কাজে লাগে। তবে অনেক ক্ষেত্রে তা বেশি মাত্রায় সক্রিয়।

৩) অ্যানড্রয়েড সিস্টেমে নিজেরই স্প্যাম ফিল্টার আছে। ফোন অ্যাপ খুলতে হবে। সেটিংস থেকে ট্যাপ কলার আইডি ও স্প্যাম অ্যাসিস্টিভ সেকশন খুলতে হবে। ফিল্টার খুলে স্প্যাম কল ব্লক অপশনে টিক দিতে হবে। তা হলেই স্প্যাম কল বন্ধ হয়ে যাবে।

কীভাবে আপনার ফোন নম্বর খুঁজে পায় জালিয়াতরা

স্প্যামাররা অনেক পদ্ধতিতে আপনার ফোন নম্বর খুঁজে পায়। টেলিমার্কেটাররা বিভিন্ন থার্ড পার্টি ডেটা প্রোভাইডারদের থেকে একসঙ্গে অনেক ফোন নম্বর কেনে। এ ছাড়াও আপনি যদি কোনো অফার দেখে আপনার ফোন নম্বর রেজিস্টার্ড করেন, অথবা কোনো স্পনসর্ড প্রতিযোগিতায় নাম দেন, টেলিমার্কেটারদের কাছে খুব সহজেই আপনার নম্বর পৌঁছে যায়। কোনো ডোনেশন, চ্যারিটির নাম করেও অনেকে আপনার ফোন নম্বর নেয়। সেখান থেকেও ফাঁস হতে পারে আপনার ফোন নম্বর। তাই অজানা কাউকে ফোন নম্বর দেওয়ার আগে ভেবেচিন্তে দেবেন।

আরও পড়ুন

ছবির গুণমান উন্নত করতে Realme-এর ফোনে এআই প্রযুক্তির ব্যবহার

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version