আগামী ২৭ মার্চ ইনফিনিক্স নতুন 5জি ফোন Infinix Note 50x 5জি ভারতের বাজারে আনতে চলেছে । Infinix Note 50X অনলাইন শপিং সাইট Flipkart এর মাধ্যমে বিক্রি করা হবে ৷ নয়া মডেলের স্মার্টফোনে থাকবে অ্যাক্টিভ হ্যালো লাইট ফিচার রয়েছে । যা সেলফি টাইমার হিসেবেও কাজ করতে পারে ৷ চার্জিং স্ট্যাটাস দেখাতে পারে এবং গেম বুট-আপের সময় তা দ্রুত হতে সাহায্য করে । এছাড়াও ফোনে থাকবে আরও উন্নতমানের এআই ফিচার ৷ চার্জিং ফিচারেও থাকবে অভিনব নিরাপত্তা ব্যবস্থা ৷
ভারতের বাজারে আসার আগেই ফোনের ডিজাইন ও কিছু ফিচার প্রকাশ করেছে Infinix সংস্থা। ছবিতে Infinix Note 50X 5G কে-রূপালী রঙের ফিনিশিং ও অষ্টভুজাকার ক্যামেরা মডিউল আছে । তিনটি সেন্সর, একটি LED ফ্ল্যাশ এবং একটি সক্রিয় হ্যালো ইউনিট রয়েছে । কোম্পানি প্রকাশিত নকশাতে দেখা গিয়েছে, ফোনের ব্যাক প্যানেলে ক্যামেরা মডিউলের কাছে একটি হ্যালো লাইট রয়েছে । ফোন এলেই সেটি জ্বলবে ৷
নয়া মডেলের স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট-সহ 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস স্ক্রিন, 18 ওয়াট তারযুক্ত চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্টে-সহ 5000 এমএএইচ ব্যাটারি থাকবে । ফোন চলবে অ্যান্ড্রয়েড14-ভিত্তিক XOS 14 অপারেটিং সিস্টেমে। সম্ভবত 108 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে।