Home খেলাধুলো ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: কার ভাগ্যে শিকে ছিঁড়বে, ভারত না নিউজিল্যান্ড? দেখে নেওয়া...

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: কার ভাগ্যে শিকে ছিঁড়বে, ভারত না নিউজিল্যান্ড? দেখে নেওয়া যাক পাঁচটি বিষয়    

ফাইনালের আগে কী পরামর্শ করছেন ভারতের অধিনায়ক ও কোচ? ছবি ICC 'X' থেকে নেওয়া।

খবর অনলাইন ডেস্ক: রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত আর নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে। কার এ বার ট্রফি জেতার সম্ভাবনা বেশি? ক্রিকেট বিশ্লেষকরা এ ব্যাপারে পাঁচটি বিষয়ের উপর নজর রাখছেন। তাঁরা মনে করেন, কোন দেশের ট্রফি জেতার সম্ভাবনা বেশি, তা নির্ভর করছে এই পাঁচটি ফ্যাক্টরের উপর।

শুরুতেই ম্যাট হেনরির আক্রমণ

কিউয়িদের পেস আক্রমণের মাথা হলেন ম্যাট হেনরি। ৫০ ওভারের এক দিনের ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে বোলিং আক্রমণের সূচনা করেন হেনরি। দুবাইয়ে গ্রুপ ম্যাচে ইনিংসের শুরুতেই শুভমন গিল আর বিরাট কোহলিকে ফিরিয়ে দিয়েছিলেন হেনরি। ভারত ৩০-৩। শেষ পর্যন্ত মাঝের ব্যাটারদের ব্যাটিংয়ের দৌলতে রোহিতরা ২৪৯-৯-এ পৌঁছেছিল। হেনরির বোলিং ফিগার দাঁড়িয়েছিল ৪২ রানে ৫ উইকেট। এই হেনরি যদি তাঁর বোলিংয়ের ধারে ভারতকে শুরুতেই কাবু করতে পারেন, তা হলে তা কিউয়িদের পক্ষে তার ইতিবাচক ফল ফলতে পারে।

বরুণ চক্রবর্তীর স্পিনের জাদু

কব্জির মোচড়ে প্রতিপক্ষের দলে আতঙ্ক ছড়াতে পারেন ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে বরুণ ঢুকেছেন একটু দেরিতে। আর ঢুকেই করেছেন মাত। সে দিন গ্রুপ ম্যাচে স্পিনের জাদুতে কিউয়িদের কাত করে দেন বরুণ। ৪২ রান দিয়ে ৫ উইকেট দখল করেন। দুবাইয়ের স্পিন সহায়ক উইকেটে বরুণ মারাত্মক হয়ে উঠতে পারেন এবং তখনই তা বিপদের সঙ্কেত হয়ে উঠতে পারে নিউজিল্যান্ডের কাছে।

champions final kiwi 08.03

ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন রবীন্দ্র ও উইলিয়ামসন। ছবি ICC ‘X’ থেকে নেওয়া।

রবীন্দ্র, উইলিয়ামসনের শুরুর ঝড়

কিউয়িদের উঠতি তারকা রাচিন রবীন্দ্র এবং পুরনো ঘোড়া কেন উইলিয়ামসন। লাহোরে সাউথ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করে খেলতে আসছেন দুবাইয়ে ভারতের বিরুদ্ধে। এই জোড়া ফলার ১৬৪ রানের দৌলতে কিউয়িরা সেমিফাইনালে মাত করে দিল প্রোটিয়াদের। রীতিমতো উজ্জীবিত তাঁরা। ইনিংসের শুরুতেই যদি এই জুটি ঝড় তুলে দিতে পারেন তা হলে ভারতের পক্ষে লড়াইটা কিছুটা কঠিন হয়ে যেতে পারে।

রোহিত কী ভাবে শুরু করবেন

ভারতের অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে খুব একটা রান নেই। কিন্তু যতটুকুই রান করুন, শুরুতেই তুলছেন ঝড়। হয়তো রানের সংখ্যায় খুব বেশি দূর যেতে পারছেন না, কিন্তু ইনিংসের মেজাজটা তৈরি করে দিচ্ছেন। সমালোচকরা রোহিতের সমালোচনা করছেন। বলছেন, এত সুন্দর শুরু করার পরে রোহিত বড়ো স্কোরের দিকে যেতে পারছেন না। কিন্তু দলের কোচ গৌতম গম্ভীর এতেই খুশি। রোহিতের ফর্ম নিয়ে একটা প্রশ্নের উত্তরে গম্ভীর বলেন, “আপনারা সংখ্যা দিয়ে বিচার করেন, আপনি বিচার করি রোহিতের ব্যাটিং দলে কতটা প্রভাব ফেলল তা দিয়ে। এখানেই তফাত।” রোহিত শর্মা যদি তাঁর মতোই খেলা শুরু করেন, তা হলে কিউয়িদের দুঃখ থাকতে পারে।

দুবাইয়ের পিচ

দুবাইয়ের পিচে রান আসছে না। এ বারের টুর্নামেন্টে সর্বোচ্চ স্কোর হল ভারতের ৬ উইকেটে ২৬৭। সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার ২৬৪-কে ছাপিয়ে ভারত এই স্কোর করেছিল ১১ বল বাকি থাকতে। দুবাইয়ের পিচ মন্থর এবং স্পিন সহায়ক। সেই পিচকে কোন দল কী ভাবে কাজে লাগাবে, তার উপরেও ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের ফল অনেকটাই নির্ভর করবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version