Homeপ্রযুক্তিচ্যাটজিপিটির সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপেই মিলবে চ্যাট করার সুবিধা

চ্যাটজিপিটির সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপেই মিলবে চ্যাট করার সুবিধা

প্রকাশিত

হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীরা এ বার ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ মারফতই সরাসরি চ্যাটজিপিটির (ChatGPT) সঙ্গে চ্যাট করতে পারবেন। বিশ্বের সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নির্দিষ্ট নম্বর 1-800-242-8478 কল করে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন। মেটার দাবি, নতুন বৈশিষ্ট্যটি জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মের অভিজ্ঞতা আরও উন্নত করে তুলবে।

ব্যবহারকারীদের নানা বিষয়ে সাহায্য করার জন্য এ বার অ্যাপে নির্দিষ্ট নম্বরের মাধ্যমে চ্যাটজিপিটি যোগ করতে চলেছে মেটা। ওপেনএআই (OpenAI) স্পষ্ট করে জানিয়েছে যে, হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটির ইন্টিগ্রেশন একটি পরীক্ষামূলক বন্দোবস্ত। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের আরও শক্তিশালী এবং ব্যক্তিগত এআই অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা রয়েছে ওপেনএআই-এর ।

পাশাপাশি, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বেশ কিছু আপডেট আনছে মেটা কর্তৃপক্ষ। যার মধ্যে একটি টাইপিং ইন্ডিকেটর। এই ফিচারের মাধ্যমে গ্ৰুপ এবং ব্যক্তিগত চ্যাটে কে টাইপ করছে তার নাম জানা যাবে। তবে যাঁরা পুরানো স্মার্টফোন ব্যবহার করছেন, তাঁরা এই ফিচারগুলির সুবিধা নিতে পারবেন না। কারণ মে, ২০২৫ থেকে iOS 15.1 সংস্করণের নীচে যে আইফোনগুলি রয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ করবে। 

অন্য দিকে, ইংরেজি নতুন বছর ও বড়দিন উপলক্ষে এ সব নয়া ফিচার ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যোগ করেছে মেটা। বড়দিন ও ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য এই নতুন ফিচার ব্যবহার করা যাবে মাত্র ১৫ দিনের জন্য, ২০ ডিসেম্বর থেকে আগামী বছর ৩ জানুয়ারি পর্যন্ত।

নয়া ফিচারের অন্যতম হল, ব্যবহারকারীরা নতুন বছর উদযাপন করার জন্য ভিডিও কলে একাধিক ফিল্টার যোগ করতে পারবেন। এ ছাড়াও ইমোজি ব্যবহার করে কোনও বার্তায় প্রতিক্রিয়া জানালে, প্রেরক এবং প্রাপক উভয়ের কাছে একটি অ্যানিমেটেড বার্তা যাবে। উৎসবের মরসুমে ব্যবহারকারীরা NYE স্টিকার এবং অবতারের কিউরেটেড প্যাক পাবেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

চোখের নিমেষে রেঁধে ফেলবে শতাধিক পদ! হাজির এআই রোবট রাঁধুনি ‘নালা শেফ’

দক্ষিণ ভারতের বিজয়ওয়াড়ায় উন্মোচিত হল ‘নালা শেফ’— এক সম্পূর্ণ স্বয়ংক্রিয় এআই রোবট শেফ। নালা রোবোটিকস সংস্থার তৈরি এই মাল্টিকুইজিন রোবট মুহূর্তে শতাধিক পদ রেঁধে দিতে পারে, স্বাদও থাকে একদম নিখুঁত।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।