Home প্রযুক্তি ভারতের বাজারে আসতে চলেছে প্রথম সৌরশক্তি চালিত গাড়ি

ভারতের বাজারে আসতে চলেছে প্রথম সৌরশক্তি চালিত গাড়ি

0

যানবাহনের ধোঁয়া থেকে বাড়ছে পরিবেশ দূষণ। গোটা বিশ্বেই বায়ুদূষণ মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে অভিনব পরিবেশবান্ধব গাড়ি তৈরি করে তাক লাগিয়ে দিল পুনের এক সংস্থা। পুনের বায়িবে মবিলিটি (Vayve Mobility) নামের এক গাড়ি প্রস্তুতকারক সংস্থা খুব শিগগিরই ভারতের বাজারে আনতে চলেছে ভারতের প্রথম সৌরশক্তি চালিত গাড়ি।

ভারত মবলিটি এক্সপো ২০২৫ (Bharat Mobility Expo 2025) অনুষ্ঠানে গাড়িটির নকশা উন্মোচন করবে সংস্থাটি। সৌরশক্তি চালিত এই গাড়ির নাম রাখা হয়েছে ইভা (Eva)। এটি ২০২৩ সালে অটো এক্সপো (Auto Expo) অনুষ্ঠানে উদ্বোধন করা হয়। আগামী মাসে ভারত মোবিলিটি অনুষ্ঠানে যে গাড়িটি দেখানো হবে, সেটি ইভার অত্যাধুনিক সংস্করণ হবে বলে জানিয়েছে সংস্থা।

সরাসরি সূর্যের শক্তি থেকে চার্জ হবে ব্যাটারি। পরিবেশবান্ধব এই গাড়ির ওপর থাকবে একটি সৌর প্যানেল। যাতে শহরের মধ্যে নিশ্চিন্তে যাতায়াত করা যায়, তার জন্য গাড়ির ডিজাইন কম্প্যাক্ট রাখা হয়েছে।

পুনের এই স্টার্টআপ সংস্থা দাবি করেছে, একবার চার্জে গাড়ি চলবে ২৫০ কিলোমিটার পর্যন্ত। সৌরশক্তির ওপর ভর করে বছরে ৩ হাজার কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে। এতে থাকবে উচ্চ ভোল্টেজ প্রযুক্তি, ফলে ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাওয়া যাবে। মাত্র ৫ মিনিটে ৫০ কিলোমিটার রেঞ্জ যুক্ত করতে পারে গাড়িটি। পেট্রল গাড়িতে যেখানে প্রতি কিমি যেতে ৫ টাকা খরচ হয়, সেখানে এই গাড়িতে প্রতি কিমি যেতে খরচ হবে ৫০ পয়সা। এ ছাড়াও এতে থাকবে স্মার্টফোন কানেক্টিভিটি, রিমোট মনিটরিং, ওটা আপডেট (OTA Update) ইত্যাদির মতো একাধিক সুবিধা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version