এলন মাস্কের SpaceX-এর Starship উৎক্ষেপণের কয়েক মিনিট পরই মহাকাশে নিয়ন্ত্রণ হারিয়ে বিস্ফোরিত হয়েছে। দক্ষিণ ফ্লোরিডা ও বাহামার আকাশে জ্বলন্ত ধ্বংসাবশেষ দেখা গিয়েছে।
বৃহস্পতিবার উৎক্ষেপণের পর SpaceX-এর লাইভ স্ট্রিমে দেখা যায়, মহাকাশযানটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) নিরাপত্তার কারণে মায়ামি, ফোর্ট লডারডেল, পাম বিচ ও অরল্যান্ডোর বিমানবন্দরে সমস্ত ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেয়।
SpaceX কী বলছে?
SpaceX জানায়, “Starship-এর উড়ানের সময় আকস্মিকভাবে একটি সমস্যার সৃষ্টি হয় এবং সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিরাপত্তার কথা মাথায় রেখে সংস্থার দল প্রস্তুত থাকা পরিকল্পিত প্রতিরোধমূলক ব্যবস্থা কার্যকর করে।”
SpaceX আরও জানায়, তারা পুরো ঘটনার তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করবে, যাতে ভবিষ্যতে Starship-এর উৎক্ষেপণ আরও নির্ভরযোগ্য করা যায়। এলন মাস্কের এই মহাকাশ সংস্থা ব্যর্থতাকেও শিক্ষা হিসেবে কাজে লাগিয়ে পরবর্তী উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে।
Starship উৎক্ষেপণ ও ব্যর্থতার কারণ
লঞ্চপ্যাড: টেক্সাস
উচ্চতা: ৪০৩ ফুট (১২৩ মিটার)
লক্ষ্য: মহাকাশে চারটি মক স্যাটেলাইট স্থাপন
Starship উৎক্ষেপণের পর প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়। প্রথম-পর্যায়ের বুস্টারটি সফলভাবে প্যাডে ফিরে আসে এবং SpaceX সেটিকে মেকানিক্যাল বাহুর সাহায্যে ধরে ফেলে। তবে দ্বিতীয় পর্যায়ে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিস্ফোরিত হয়।
গত জানুয়ারির উৎক্ষেপণও ব্যর্থ হয়েছিল, তখন টার্কস অ্যান্ড কাইকোস দ্বীপপুঞ্জের আকাশে আগুনের গোলার মতো পড়ে ধ্বংসাবশেষ।
NASA ও ভবিষ্যতের পরিকল্পনা
NASA গভীরভাবে এই উৎক্ষেপণ পর্যবেক্ষণ করছিল, কারণ ২০২৬ সালে চন্দ্রাভিযানের জন্য Starship ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।
গতবার ব্যর্থতার পর SpaceX জ্বালানি লিক, কম্পিউটার ও উইং ডিজাইন পরিবর্তন করেছিল। কিন্তু বৃহস্পতিবারের ঘটনায় বোঝা যাচ্ছে, মহাকাশযানটির আরও উন্নয়ন প্রয়োজন।
Starship-এর ব্যর্থতা কি SpaceX-এর ভবিষ্যত পরিকল্পনাকে বাধাগ্রস্ত করবে? নাকি এলন মাস্কের টিম আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে?
Just saw Starship 8 blow up in the Bahamas @SpaceX @elonmusk pic.twitter.com/rTMJu23oVx
— Jonathon Norcross (@NorcrossUSA) March 6, 2025