Home প্রযুক্তি চালু হল আধার মিত্র চ্যাটবট, আধার কার্ড সংক্রান্ত সব সমস্যার সমাধান মিলবে

চালু হল আধার মিত্র চ্যাটবট, আধার কার্ড সংক্রান্ত সব সমস্যার সমাধান মিলবে

0

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এ বার নতুন এআই চ্যাটবট আনল। একাধিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। এই বিশেষ প্রযুক্তি কাজে লাগাতে এখন আধার মিত্র (Aadhaar Mitra) পরিষেবা আনল কর্তৃপক্ষ।

এই চ্যাটবটের সাহায্যে ব্যবহারকারীরা বাড়িতে বসেই আধার সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। আধার মিত্রের সাহায্যে, সহজেই আধার পিভিসি স্টেটাস ট্র্যাক করা এবং নতুন অভিযোগ দায়ের করতে পারবেন।

কী ভাবে আধার মিত্র চ্যাটবট চালু করবেন

UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট www.uidai.gov.in-এ যেতে হবে। হোমপেজে নীচের ডান দিকের কোণে আধার মিত্র বক্সটি পাবেন। এই বক্সে ক্লিক করলে চ্যাটবটটি চালু হবে। এর পর, আপনার প্রশ্ন জিজ্ঞাসা করতে Get Started-এ ক্লিক করতে হবে। আপনি সার্চ বাক্সে আপনার প্রশ্ন টাইপ করতে পারেন এবং তার উত্তর পেয়ে যাবেন।

এই চ্যাটবটে আধার সম্পর্কিত অভিযোগ দায়ের করতে পারবেন। এটি করার জন্য আপনার তালিকাভুক্তি নম্বর, SRN এবং URN লিখতে হবে। পাশাপাশি আপনি যদি জন্ম তারিখ, মোবাইল নম্বর, বা জনসংখ্যার বিবরণ আপডেট করার জন্য একটি আধার কেন্দ্র খুঁজতে চান, তা হলে আধার মিত্র চ্যাটবট আপনাকে নিকটতম কেন্দ্রগুলি দেখিয়ে দেবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version