Homeপ্রযুক্তিপিন ছাড়াই ইউপিআই লাইটে পেমেন্টের সুবিধা, নতুন নিয়ম চালু ১ নভেম্বর

পিন ছাড়াই ইউপিআই লাইটে পেমেন্টের সুবিধা, নতুন নিয়ম চালু ১ নভেম্বর

প্রকাশিত

১ নভেম্বর ২০২৪ থেকে ইউপিআই লাইটে বড়সড় পরিবর্তন আনল ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)। এ বার ডিজিটাল ওয়ালেট ইউপিআই লাইটে ব্যবহারকারীরা পিন বা পাসওয়ার্ড ছাড়াই সহজেই ছোট পরিমাণের পেমেন্ট করতে পারবেন। গুগল পে, ফোনপে এবং পেটিএম-এর মতো জনপ্রিয় ইউপিআই প্ল্যাটফর্মে এই সুবিধা উপলব্ধ থাকবে।

এবার থেকে ব্যবহারকারীরা তাঁদের ইউপিআই লাইটে আগের চেয়ে বেশি পেমেন্ট করতে পারবেন। রিপোর্ট অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) ইউপিআই লাইটের জন্য লেনদেনের সীমা বাড়িয়েছে এবং একটি নির্দিষ্ট সীমার নিচে ব্যালেন্স নেমে এলে স্বয়ংক্রিয়ভাবে এই ব্যালেন্সটি ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে টপ-আপ হয়ে যাবে।

কী এই ইউপিআই লাইট ?

ইউপিআই লাইট একটি ডিজিটাল ওয়ালেট, যা ব্যবহারকারীদের ছোট পরিমাণের লেনদেন করতে দেয়। এর জন্য পিন বা পাসওয়ার্ডের প্রয়োজন হয় না। এর আগে, ইউপিআই লাইট ওয়ালেটে টপ-আপ করতে হলে ম্যানুয়ালি অর্থ যোগ করতে হতো। ১ নভেম্বর থেকে চালু হওয়া নতুন নিয়ম অনুযায়ী, ব্যবহারকারীদের ব্যালেন্স স্বয়ংক্রিয়ভাবে টপ-আপ হয়ে যাবে। এনপিসিআই আগেই ইউপিআই লাইট ফিচারটি চালু করেছিল এবং ব্যবহারকারীকে ২০০০ টাকা পর্যন্ত টপ-আপ করার অনুমতি দেয়।

অটো-পে ব্যালেন্স সার্ভিস কী ভাবে কাজ করবে?

ইউপিআই লাইটে অটো-পে ব্যালেন্স সুবিধা সক্রিয় করতে, ব্যবহারকারীদের প্রথমে এটি চালু করতে হবে এবং একটি সর্বনিম্ন সীমা নির্ধারণ করতে হবে। যখনই ইউপিআই লাইট ওয়ালেটের ব্যালেন্স সেই সীমার নিচে নেমে আসবে, তখন স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে টাকা টপ-আপ হয়ে যাবে।

এনপিসিআই ইউপিআই লাইটের জন্য সর্বোচ্চ ২০০০ টাকার সীমা নির্ধারণ করেছে এবং ব্যবহারকারীরা দিনে পাঁচবারের বেশি টপ-আপ করতে পারবেন না। যাঁরা অটো-পে ব্যালেন্স সুবিধাটি ব্যবহার করবেন না, তাঁরা ম্যানুয়ালি তাদের ইউপিআই লাইট ওয়ালেট টপ-আপ করতে পারবেন।

বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের ফলে ইউপিআই লাইটে পেমেন্ট আরও সহজ হবে, যা ভারতে ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে সহায়ক হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে আসছে ৩ নতুন ফিচার, বদলাবে ব্যবহার

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যোগ হচ্ছে তিনটি নতুন ফিচার—মেম্বার ট্যাগ, টেক্সট স্টিকার ও ইভেন্ট রিমাইন্ডার। ধাপে ধাপে এই আপডেট সব ব্যবহারকারীর কাছে পৌঁছবে বলে জানাল WhatsApp।

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে আসছে ৩ নতুন ফিচার, বদলাবে ব্যবহার

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যোগ হচ্ছে তিনটি নতুন ফিচার—মেম্বার ট্যাগ, টেক্সট স্টিকার ও ইভেন্ট রিমাইন্ডার। ধাপে ধাপে এই আপডেট সব ব্যবহারকারীর কাছে পৌঁছবে বলে জানাল WhatsApp।

ভারতীয় ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভয়েজ মেল চালু করছে ট্রু কলার, বাংলাসহ ১২ ভাষায় ট্রান্সক্রিপশন সুবিধা

ভারতের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভয়েজ মেল ফিচার চালু করছে ট্রু কলার। বাংলাসহ ১২টি ভারতীয় ভাষায় ভয়েজ মেল ট্রান্সক্রিপশন, স্প্যাম কল রুখতে এআই কল স্ক্যানার ও ফ্যামিলি প্রোটেকশন ফিচার আসছে।

অফলাইন আধার যাচাইয়ে ইতি! হোটেল–ইভেন্ট অর্গানাইজারের জন্য বাধ্যতামূলক QR ভিত্তিক পরিচয় যাচাই

নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বড় পদক্ষেপ UIDAI-এর। হোটেল ও ইভেন্ট অর্গানাইজারদের আর অফলাইনে আধার সংগ্রহ নয়—এবার বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করে QR স্ক্যানেই যাচাই। আসছে নতুন আধার কার্ড, যেখানে থাকবে শুধু ছবি ও QR কোড। জালিয়াতি রুখতে শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা।