১ নভেম্বর ২০২৪ থেকে ইউপিআই লাইটে বড়সড় পরিবর্তন আনল ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)। এ বার ডিজিটাল ওয়ালেট ইউপিআই লাইটে ব্যবহারকারীরা পিন বা পাসওয়ার্ড ছাড়াই সহজেই ছোট পরিমাণের পেমেন্ট করতে পারবেন। গুগল পে, ফোনপে এবং পেটিএম-এর মতো জনপ্রিয় ইউপিআই প্ল্যাটফর্মে এই সুবিধা উপলব্ধ থাকবে।
এবার থেকে ব্যবহারকারীরা তাঁদের ইউপিআই লাইটে আগের চেয়ে বেশি পেমেন্ট করতে পারবেন। রিপোর্ট অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) ইউপিআই লাইটের জন্য লেনদেনের সীমা বাড়িয়েছে এবং একটি নির্দিষ্ট সীমার নিচে ব্যালেন্স নেমে এলে স্বয়ংক্রিয়ভাবে এই ব্যালেন্সটি ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে টপ-আপ হয়ে যাবে।
কী এই ইউপিআই লাইট ?
ইউপিআই লাইট একটি ডিজিটাল ওয়ালেট, যা ব্যবহারকারীদের ছোট পরিমাণের লেনদেন করতে দেয়। এর জন্য পিন বা পাসওয়ার্ডের প্রয়োজন হয় না। এর আগে, ইউপিআই লাইট ওয়ালেটে টপ-আপ করতে হলে ম্যানুয়ালি অর্থ যোগ করতে হতো। ১ নভেম্বর থেকে চালু হওয়া নতুন নিয়ম অনুযায়ী, ব্যবহারকারীদের ব্যালেন্স স্বয়ংক্রিয়ভাবে টপ-আপ হয়ে যাবে। এনপিসিআই আগেই ইউপিআই লাইট ফিচারটি চালু করেছিল এবং ব্যবহারকারীকে ২০০০ টাকা পর্যন্ত টপ-আপ করার অনুমতি দেয়।
অটো-পে ব্যালেন্স সার্ভিস কী ভাবে কাজ করবে?
ইউপিআই লাইটে অটো-পে ব্যালেন্স সুবিধা সক্রিয় করতে, ব্যবহারকারীদের প্রথমে এটি চালু করতে হবে এবং একটি সর্বনিম্ন সীমা নির্ধারণ করতে হবে। যখনই ইউপিআই লাইট ওয়ালেটের ব্যালেন্স সেই সীমার নিচে নেমে আসবে, তখন স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে টাকা টপ-আপ হয়ে যাবে।
এনপিসিআই ইউপিআই লাইটের জন্য সর্বোচ্চ ২০০০ টাকার সীমা নির্ধারণ করেছে এবং ব্যবহারকারীরা দিনে পাঁচবারের বেশি টপ-আপ করতে পারবেন না। যাঁরা অটো-পে ব্যালেন্স সুবিধাটি ব্যবহার করবেন না, তাঁরা ম্যানুয়ালি তাদের ইউপিআই লাইট ওয়ালেট টপ-আপ করতে পারবেন।
বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের ফলে ইউপিআই লাইটে পেমেন্ট আরও সহজ হবে, যা ভারতে ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে সহায়ক হবে।