ভোডাফোন আইডিয়া (Vi) নিজের সবচেয়ে সস্তার ফাইভ-জি প্রিপেড প্ল্যান চালু করেছে, যার দাম ২৯৯ টাকা। এই প্ল্যানে প্রতিদিনের ফাইভ-জি ডেটা, আনলিমিটেড কলিং এবং এসএমএস সুবিধা পাওয়া যাবে। তবে বর্তমানে ভোডাফোন আইডিয়া-র ফাইভ-জি পরিষেবা শুধুমাত্র মুম্বইতে পাওয়া যায়। তবে ২০২৫ সালের এপ্রিলে আরও রাজ্যে এটি চালু করার পরিকল্পনা রয়েছে। যদি আপনি একটি সাশ্রয়ী মূল্যের ফাইভ-জি প্ল্যানের খোঁজে থাকেন, তাহলে এই প্ল্যান সম্পর্কে জেনে নিন।
ভোডাফোন আইডিয়া ২৯৯ আনলিমিটেড ফাইভ-জি প্ল্যান
ভোডাফোন আইডিয়া-র নতুন ২৯৯ প্রিপেড প্ল্যানে প্রতিদিন ১ জিবি ফাইভ-জি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস সুবিধা রয়েছে। প্ল্যানটির বৈধতা ২৮ দিন। দৈনিক ডেটা সীমা অতিক্রম করলে ইন্টারনেটের গতি ৬৪ কেবিপিএস-এ নেমে আসবে।
ভোডাফোন আইডিয়া-র ফাইভ-জি প্ল্যান কোথায় পাওয়া যাবে?
বর্তমানে ভোডাফোন আইডিয়া-র ফাইভ-জি পরিষেবা শুধুমাত্র মুম্বইতে চালু হয়েছে। তবে কোম্পানি ঘোষণা করেছে যে, ২০২৫ সালের এপ্রিলে দিল্লি, বিহার, কর্নাটক এবং পঞ্জাবেও পরিষেবা সম্প্রসারণ করা হবে। এই অঞ্চলের ব্যবহারকারীরা শীঘ্রই নতুন প্ল্যানের সুবিধা নিতে পারবেন।
কে এই আনলিমিটেড ফাইভ-জি ডেটা ব্যবহার করতে পারবেন?
এই প্ল্যানের একটি গুরুত্বপূর্ণ দিক হল, আনলিমিটেড ফাইভ-জি ডেটা শুধুমাত্র ফাইভ-জি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এবং মুম্বইয়ের ফাইভ-জি নেটওয়ার্ক কাভারেজ এলাকায় প্রযোজ্য। যদি আপনি ফাইভ-জি নেটওয়ার্কের বাইরে থাকেন, তবে ভোডাফোন আইডিয়া-র বিদ্যমান ফোর-জি পরিষেবা ব্যবহার করতে হবে।
আপনার কি এই প্ল্যান নেওয়া উচিত?
যদি আপনি মুম্বইতে থাকেন এবং ফাইভ-জি-সক্ষম ডিভাইস ব্যবহার করেন, তাহলে ২৯৯ প্ল্যান ভোডাফোন আইডিয়া-র ফাইভ-জি পরিষেবা উপভোগ করার সবচেয়ে সাশ্রয়ী উপায় হতে পারে। ভবিষ্যতে নেটওয়ার্ক সম্প্রসারণ হলে আরও ব্যবহারকারী এই প্ল্যানের সুবিধা নিতে পারবেন। বাজেটবান্ধব ফাইভ-জি প্রিপেড প্ল্যান খুঁজলে এটি ভালো বিকল্প হতে পারে।