জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে কোনো ব্যক্তি বা সংগঠন বা সংস্থা সম্পর্কে আপডেটেড তথ্য মেলে হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে। ২০২৩ সালে চালু হয় এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের পরিষেবা। এক্স বা ইনস্টাগ্রামের মতোই সংস্থা, সংগঠন, জনপ্রিয় ব্যক্তি বা ইনফ্লুয়েন্সারদের অনুসরণ করা যায় হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে।
WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, এবার থেকে চ্যানেলের জন্য নতুন কিউআর কোড ফিচার চালু করা হবে। আগেকার লিঙ্ক শেয়ার না করে এবার কিউআর কোড স্ক্যান করলেই তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ চ্যানেল অনুসরণ করা যাবে। এতে খুব সহজে যে কোনো হোয়াটসঅ্যাপ চ্যানেল শেয়ার করা যাবে। অন্যদের কাছে লিঙ্ক পাঠানোর দরকার পড়বে না।
এবার যে মোবাইলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন সেখানে কনট্যাক্ট নম্বর-সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা যাবে। ব্যবহারকারীর কাছে অপশন আসবে হোয়াটসঅ্যাপে নাকি মোবাইলে নম্বর সেভ করার। নয়া ফিচারে মোবাইলে হারালে বা খারাপ হয়ে গেলেও নম্বর উদ্ধার করা যাবে। নম্বর সেভ না করেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা যাবে। হোয়াটসঅ্যাপ ওয়েবেও এই সুবিধা মিলবে।