মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপে গ্রুপ চ্যাটে নতুন তিনটি ফিচার যোগ হতে চলেছে ৷ Whatsapp- তাদের নিজস্ব ব্লগে এই আপডেটগুলি সম্পর্কে বিস্তারিত জানিয়েছে ৷ যে তিনটি নতুন ফিচার যোগ করা হয়েছে তারমধ্যে রয়েছে 1) মেম্বার ট্যাগ, 2)টেক্সট স্টিকার এবং 3) ইভেন্ট রিমাইন্ডার।
মেম্বার ট্যাগ – এই ফিচারের মাধ্যমে কোনও গ্রুপ চ্যাটে অংশগ্রহণকারীরা নিজেদের নামে কোনও ট্যাগ ব্যবহার করতে পারবেন ৷ অর্থাৎ ধরে নিন আপনি কোনও WhatsApp গ্রুপে আছেন ৷ যেখানে আপনি মূলত খেলার যাবতীয় খবর দেন বাকিদের ৷ সেক্ষেত্রে ওই গ্রুপে আপনি নিজেকে ‘Sports Guru’ ট্যাগ দিতে পারেন ৷ নিজেদের পছন্দমতো ট্যাগ দেওয়ার সুবিধা রয়েছে ৷
টেক্সট স্টিকার- এতদিন পর্যন্ত কোনও টেক্সটকে সরাসরি স্টিকার বানানো যেত না ৷ সেক্ষেত্রে টেক্সটকে ইমেজে কনভার্ট করে সেখান থেকে স্টিকার তৈরি করতে হত ৷ কিন্তু নতুন ফিচারে যে কোনও টেক্সটকে স্টিকারে কনভার্ট করা সম্ভব ৷ স্টিকার অপশনে ঢুকে যেকোনও টেক্সট টাইপ করলেই সেখান থেকে তৈরি করে নেওয়া যাবে স্টিকার।

ইভেন্ট রিমাইন্ডার- এর মাধ্যমে কোনও নির্দিষ্ট ইভেন্টের রিমাইন্ডার সেট করা সম্ভব ৷ Whatsapp এর নির্দিষ্ট গ্রুপে এই ইভেন্ট সেট করার সুবিধা রয়েছে ৷ ফলে কোনও পার্টি বা অন্য কোনও ইভেন্ট থাকলে তা সহজেই মনে করা সম্ভব। এরমধ্যে এই ফিচারগুলি রোল আউট শুরু হয়েছে ৷ ধীরে ধীরে সব Whatsapp ব্যবহারকারীরা এই ফিচারটি ব্যবহার করতে পারবেন ৷
আরও পড়ুন: ভারতীয় ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভয়েজ মেল চালু করছে ট্রু কলার, বাংলাসহ ১২ ভাষায় ট্রান্সক্রিপশন সুবিধা


