Homeভ্রমণভ্রমণের খবরমায়ের ভুলে মৃত্যু তিন শাবকের, শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে চাঞ্চল্য

মায়ের ভুলে মৃত্যু তিন শাবকের, শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে চাঞ্চল্য

প্রকাশিত

শিলিগুড়ি: মায়ের অনভিজ্ঞতার কারণে মর্মান্তিক পরিণতি হলো শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কের তিনটি রয়্যাল বেঙ্গল শাবকের। গত সপ্তাহে জন্ম নেওয়া শাবকগুলির ঘাড়ে মা রিকার অসাবধানতাবশত দাঁতের কামড়েই মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ।

কী ঘটেছিল?

বেঙ্গল সাফারি পার্কের রয়্যাল বেঙ্গল টাইগার রিকা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নাম, দ্বিতীয়বার তিনটি শাবকের জন্ম দিয়েছিল। সন্তান প্রসবের পর মা ও শাবকদের নাইট শেল্টারে রাখা হয়। কিন্তু দু’দিন পর শাবকদের অন্যত্র সরাতে গিয়ে রিকা ভুল করে শাবকদের ঘাড়ে কামড় বসায়। এর ফলে দু’টি শাবকের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। তৃতীয়টি বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন পার্কের কর্মকর্তারা।

কর্তৃপক্ষের বক্তব্য

সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার বলেন, ‘‘রিকার অনভিজ্ঞতার ফলেই এমন দুর্ঘটনা ঘটেছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।’’ রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী জানান, ‘‘রিকার শারীরিক সমস্যার পাশাপাশি অভিজ্ঞতার অভাব রয়েছে। শিলার মতো দক্ষ নয় রিকা। শাবক সরানোর সময় তাদের চামড়া ফেটে যায় এবং ফুসফুস ও শ্বাসনালীর গুরুতর ক্ষতি হয়।’’

প্রশ্নের মুখে পার্ক কর্তৃপক্ষ

এই প্রথমবার নয়, এর আগেও বেঙ্গল সাফারি পার্কে মা বাঘের অসাবধানতার কারণে শাবকদের মৃত্যু হয়েছে। ২০২৩ সালের অগস্ট মাসে সাদা বাঘ কিকার ভুলের কারণেও দুই শাবকের মৃত্যু হয়। সম্প্রতি বার্ধক্যজনিত কারণে কুনকি হাতি লক্ষ্মীর মৃত্যুর পর তিন শাবকের এই মৃত্যুকাণ্ড পার্কের নিরাপত্তা এবং ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।

পরবর্তী পদক্ষেপ

পার্ক কর্তৃপক্ষ রিকার স্বাস্থ্যের উন্নতি এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে বাঘেদের সুরক্ষার বিষয়টি নিয়ে আরও কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

আরও পড়ুন

দুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর তোড়জোড় বনদফতরের

দুর্যোগ কেটে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি। পর্যটকদের ভিড়ে খুশি জিপসি মালিকরা, দ্রুত হাতি সাফারি চালুর উদ্যোগ বনদপ্তরের।

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।

পুজোয় এনবিএসটিসি’র বিশেষ ট্যুর প্যাকেজ, সিকিম-দার্জিলিং-ডুয়ার্স ভ্রমণের সুযোগ, খরচ ৭০০–২৫০০ টাকা

পুজোয় এনবিএসটিসি চালু করছে বিশেষ পর্যটন প্যাকেজ। সিকিম, দার্জিলিং, কালিম্পং থেকে ডুয়ার্স ভ্রমণের সুযোগ। খরচ থাকছে মাত্র ৭০০–২৫০০ টাকা।