Homeভ্রমণভ্রমণের খবরভুয়ো ওয়েবসাইটের ফাঁদে পুণ্যার্থীরা, পুলিশে অভিযোগ পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের

ভুয়ো ওয়েবসাইটের ফাঁদে পুণ্যার্থীরা, পুলিশে অভিযোগ পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের

প্রকাশিত

পুরী: পুরীর জগন্নাথ মন্দিরের অতিথি নিবাসের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণার জাল বিস্তার করছে সাইবার অপরাধীরা। ইতিমধ্যেই একাধিক পুণ্যার্থী এই প্রতারণার ফাঁদে পড়ে অর্থসঙ্কটে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি মন্দির পরিচালন সমিতির নজরে আসে এই প্রতারণার ঘটনা। এরপরই ওড়িশা পুলিশের অপরাধদমন শাখার সাইবার বিভাগে অভিযোগ দায়ের করেছেন মন্দির কর্তৃপক্ষ।

মন্দিরের মুখ্য প্রশাসক অরবিন্দ পাধী সংবাদমাধ্যম ‘টাইম্‌স অফ ইন্ডিয়া’-কে জানিয়েছেন, “অনেক পুণ্যার্থী মন্দিরের অতিথি নিবাসে থাকার জন্য অনলাইনে খোঁজ করছিলেন। কিছু ভুয়ো ওয়েবসাইট এই সুযোগ নিয়ে প্রতারণা করছে। ইতিমধ্যে অনেকে টাকা খুইয়েছেন। বিষয়টি আমরা পুলিশের অপরাধদমন শাখার সাইবার বিভাগকে জানিয়েছি।”

সূত্রের খবর, ওই ভুয়ো ওয়েবসাইটগুলি আসল অতিথি নিবাস বুকিংয়ের ওয়েবসাইটের মতোই দেখতে, ফলে সাধারণ মানুষ সহজেই প্রতারণার শিকার হচ্ছেন। ওড়িশা পুলিশের সাইবার বিভাগের এক কর্তা জানান, অভিযুক্তদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। তিনি সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, “অন্য কোনও ওয়েবসাইটে গিয়ে ঘর বুকিং করার আগে তার সত্যতা যাচাই করুন।”

প্রসঙ্গত, পুরীতে আগে থেকেই বিভিন্ন হোটেলের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণার অভিযোগ উঠেছিল। এবার সেই প্রতারণার ফাঁদ জগন্নাথ মন্দিরের অতিথি নিবাসেও ছড়িয়ে পড়েছে। পুলিশের তরফে পর্যটকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং সন্দেহজনক কোনও ওয়েবসাইট দেখলে দ্রুত অভিযোগ জানাতে অনুরোধ করা হয়েছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আরও পড়ুন

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চালু হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

দুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর তোড়জোড় বনদফতরের

দুর্যোগ কেটে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি। পর্যটকদের ভিড়ে খুশি জিপসি মালিকরা, দ্রুত হাতি সাফারি চালুর উদ্যোগ বনদপ্তরের।

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।