Homeভ্রমণভ্রমণের খবরবদরীনাথে রাস্তায় প্রতিবাদ-বিক্ষোভ তীর্থ-পুরোহিত ও স্থানীয়দের, বন্ধ হচ্ছে ‘ভিআইপি দর্শন’

বদরীনাথে রাস্তায় প্রতিবাদ-বিক্ষোভ তীর্থ-পুরোহিত ও স্থানীয়দের, বন্ধ হচ্ছে ‘ভিআইপি দর্শন’

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: চার ধামের অন্যতম ধাম, হিমালয়ের কোলে ১০৮০০ ফুট উচ্চতায় বদরীনাথও শেষ পর্যন্ত প্রতিবাদ-বিক্ষোভ দেখল। এই বিক্ষোভের জেরে সোমবার বদরীনাথে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, ব্যাহত হয় বদরীনাথ দর্শন।

শীতের কয়েক মাস বন্ধ থাকার পর শুক্রবার ১০ মে অক্ষয় তৃতীয়ার দিন খুলে দেওয়া হয়েছে চার ধাম। আর চার ধামের দরজা খুলে যেতেই দলে দলে তীর্থযাত্রী চলেছেন হিমালয়ের এই চার তীর্থস্থান দর্শন করতে। কেদারনাথ, বদরীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী – চার ধামেই মাত্রাতিরিক্ত ভিড়। এই ভিড়ে যাতে কোনো বিপদ না ঘটে যায় তার জন্য রবিবার যমুনোত্রী-যাত্রা স্থগিত রেখেছিল উত্তরাখণ্ড পুলিশ প্রশাসন।

আবার এই অস্বাভাবিক ভিড়ের মধ্যেই চলছে ‘ভিআইপি দর্শন’। বদরীনাথের স্থানীয় মানুষজন ও তীর্থ-পুরোহিতরা মূলত এই ‘ভিআইপি দর্শন’-এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভে শামিল হয়েছিলেন। তাঁরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। বিক্ষোভের অঙ্গ হিসাবে বদরীনাথ শহরে দোকানপাট বন্ধ রাখা হয়। বাইরে থেকে আসা তীর্থযাত্রীরা কিছুটা অসুবিধায় পড়েন।

উত্তরাখণ্ড সরকার দাবি করে, চার ধামের দরজা খোলার প্রথম একপক্ষ কালের মধ্যে বাইরে থেকে যাতে কোনো ভিআইপি না আসেন, সেই ব্যাপারটি দেখার জন্য তারা অন্য রাজ্যগুলিকে অনুরোধ করেছেন। কিন্তু এরই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এবং রাজ্যপাল গুরমিত সিংয়ের বদরীনাথ দর্শন ভালোভাবে নেননি তীর্থ-পুরোহিতরা এবং স্থানীয়রা।

গোটাছয়েক দাবি নিয়ে তাঁরা বদরীনাথে বিক্ষোভ দেখান। দাবিগুলির মধ্যে আছে, অবিলম্বে ‘ভিআইপি দর্শন’ বন্ধ করতে হবে, স্থানীয়দের ব্যবহৃত রাস্তায় ব্যারিকেড রাখা চলবে না, মন্দিরে ঢোকার যে ব্যবস্থা আগে ছিল তা ফিরিয়ে আনতে হবে ইত্যাদি।

বিক্ষোভকারীদের সঙ্গে মন্দির কমিটির কর্তাব্যক্তিদের বৈঠকের পর ব্যারিকেড তুলে দেওয়া হয়েছে। জোশিমঠের সাব-কালেক্টর চন্দ্রশেখর বশিষ্ঠ জানিয়েছেন, গত বছর যাত্রা চলাকালীন ৩০০ টাকা দিয়ে যে ‘ভিআইপি দর্শন’ চালু করা হয়েছিল, তা বন্ধ করে দেওয়া হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় মানুষজন স্বচ্ছন্দেই মন্দির দর্শন করতে পারবেন, সেখানে কোনো নিষেধাজ্ঞা থাকবে না। আর তাঁরা ‘কুবের গলি’ নামে যে পুরোনো পথটি ব্যবহার করেন, তা সকলের জন্য জন্য খুলে দেওয়া হবে।

আরও পড়ুন       

গাড়োয়ালে চার ধামের দরজা খুলতেই অত্যধিক ভিড়, রবিবার বন্ধ ছিল যমুনোত্রী যাত্রা        

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআই-এ ভর করে চাকরির খোঁজ! পড়ুয়াদের জন্য চমক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

পড়ুয়াদের চাকরি খোঁজার সুবিধায় এআই বেসড জব সার্চিং টুল চালু করল মেদিনীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। জায়ান্ট স্ক্রিনে মিলবে দেশ-বিদেশের চাকরির বিজ্ঞপ্তি ও সরাসরি আবেদনের সুযোগ।

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন

১৮২ বছরের ঐতিহ্যবাহী দার্জিলিংয়ের সেন্ট অ্যান্ড্রুজ চার্চের সংস্কার সম্পন্ন, ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা

দার্জিলিংয়ের ১৮২ বছরের ঐতিহ্যবাহী সেন্ট অ্যান্ড্রুজ চার্চের সংস্কার কাজ সম্পন্ন হল। প্রায় ১.৫৫ কোটি টাকা ব্যয়ে সংস্কার হওয়া এই চার্চের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিদেশি পর্যটকদের আকর্ষণে দেশে দ্বিতীয় স্থানে বাংলা, মুখ্যমন্ত্রীর প্রশংসা—এই খবর আগেই করেছিল খবর অনলাইন

বিদেশি পর্যটকদের আকর্ষণে দেশে দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। India Tourism Data Compendium 2025–এ বাংলার সাফল্য, পর্যটন উন্নয়নে মুখ্যমন্ত্রীর বার্তা।

সুন্দরবনে ২৩ জানুয়ারি থেকে শুরু পাখি উৎসব, চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত; আবেদন প্রক্রিয়া শুরু করলো এসটিআর

২০২৬ সালের ২৩–২৭ জানুয়ারি সুন্দরবনে অনুষ্ঠিত হবে পাখি উৎসব। ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু করেছে সুন্দরবন টাইগার রিজার্ভ। ১৪৫ প্রজাতির পাখি ও ৫ হাজারের বেশি দর্শনের রেকর্ডের পর এবার আরও বেশি সাড়া আশা করছে বনদফতর। আবেদন করা যাবে ২১ ডিসেম্বর পর্যন্ত।