দুর্গাপুজো ঘিরে ভ্রমণপিপাসুদের জন্য স্বস্তির বার্তা। আগামী ২-৩ দিনের মধ্যে বর্ষা বিদায় নেবে পঞ্জাব, কাশ্মীর, হিমাচল প্রদেশ, রাজস্থান এবং হরিয়ানার বহু এলাকা থেকে। ফলে এই রাজ্যগুলিতে আবহাওয়া থাকবে একেবারে শুকনো।
তবে এখনও কিছুটা বৃষ্টি দেখা দিতে পারে হিমাচলের পূর্বাংশ, দিল্লি এবং উত্তরাখণ্ডে। বিশেষ করে উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অক্টোবরের ২৭-২৮ তারিখ পর্যন্ত। তবে এই বৃষ্টি দুর্যোগ ডেকে আনবে না বলে আশ্বস্ত করেছে হাওয়া অফিস। এরপর সেখানকার আবহাওয়াও হবে শুষ্ক।
অর্থাৎ, দুর্গাপুজোর ছুটিতে উত্তর ভারতে ভ্রমণের পরিকল্পনা থাকলে নিশ্চিন্তেই যাওয়া যাবে।
অন্যদিকে, উত্তরবঙ্গ এবং সিকিমেও পুজোর সময়ে বৃষ্টি হতে পারে। তবে এখনও পর্যন্ত দুর্যোগপূর্ণ বৃষ্টির কোনও আশঙ্কা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোর দিনগুলিতে ওইসব এলাকায় মাঝেমধ্যে বৃষ্টি হলেও পর্যটকদের জন্য তেমন কোনও ঝুঁকি নেই।
ফলে এবারের পুজোয় উত্তর ভারত থেকে উত্তরবঙ্গ-সিকিম—সব জায়গাতেই নির্দ্বিধায় ভ্রমণের পরিকল্পনা করা যেতে পারে।