Homeভ্রমণভ্রমণের খবরদীপাবলির ছুটিতে যাত্রীদের ভিড় সামলাতে টয়ট্রেনে অতিরিক্ত জয়রাইডের ব্যবস্থা

দীপাবলির ছুটিতে যাত্রীদের ভিড় সামলাতে টয়ট্রেনে অতিরিক্ত জয়রাইডের ব্যবস্থা

প্রকাশিত

সামনেই আলোর উৎসব দীপাবলি। ছুটির এসময় শীতের ওম গায়ে মেখে অনেকেই ছুটি উপভোগ করতে চান। তাই অনেকেরই গন্তব্য হয় পাহাড়ের রানি দার্জিলিং। ছুটির এসময় পর্যটকদের কথা ভেবে তাই দার্জিলিংয়ে টয়ট্রেনে অতিরিক্ত জয় রাইডের বন্দোবস্ত করেছে নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়ে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা আছে দার্জিলিংয়ের টয়ট্রেনের। যাত্রীদের ভিড় সামলাতে ২১ অক্টোবর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত পর্যটনের ভরা মরসুমে দার্জিলিং থেকে ঘুমের মধ্যে রোজ অতিরিক্ত ৪টি ডিজেল ইঞ্জিনচালিত টয়ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়ে। পর্যটকরা দার্জিলিং পাহাড়ের সৌন্দর্য এই টয়ট্রেনের জয় রাইডে আরও ভালো ভাবে উপভোগ করতে পারবেন বলে জানান নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর।

ডিজেল ইঞ্জিনচালিত বিশেষ টয়ট্রেনে ৩টি প্রথম শ্রেণির চেয়ার কার কোচ থাকবে। ২টি কোচে ৩০টি করে আসন ও একটি কোচে ২৯টি আসন থাকবে।

ট্রেনের সময়সূচি 

ট্রেন নম্বর ০২৫৪৭ দার্জিলিং থেকে ছাড়বে সকাল ৯টা ২০ মিনিটে। ঘুম পৌঁছবে সকাল ১০টা ৫ নাগাদ। ফিরতি ট্রেন ঘুম থেকে ছাড়বে সকাল ১০টা ২৫ নাগাদ আর দার্জিলিং পৌঁছবে সকাল ১০টা ৫৫ নাগাদ। 

ট্রেন নম্বর ০২৫৪৮ দার্জিলিং থেকে ছাড়বে সকাল ১১টা ২৫ মিনিটে। ঘুম পৌঁছবে বেলা ১২টা ১০ নাগাদ। ফিরতি ট্রেন ঘুম থেকে ছাড়বে বেলা সাড়ে ১২টা নাগাদ আর দার্জিলিং পৌঁছবে বেলা ১টা নাগাদ।

ট্রেন নম্বর ০২৫৪৯ দার্জিলিং থেকে ছাড়বে বেলা ১টা ২৫ মিনিটে। ঘুম পৌঁছবে দুপুর ২টো ১০ নাগাদ। ফিরতি ট্রেন ঘুম থেকে ছাড়বে দুপুর ২টো ৩৫ নাগাদ আর দার্জিলিং পৌঁছবে বেলা ৩টে ৫ নাগাদ।

ট্রেন নম্বর ০২৫৫০ দার্জিলিং থেকে ছাড়বে বেলা সাড়ে ৩টে নাগাদ। ঘুম পৌঁছবে বিকেল সওয়া ৪টে নাগাদ। ফিরতি ট্রেন ঘুম থেকে ছাড়বে বিকেল ৪টে ৩৫ নাগাদ আর দার্জিলিং পৌঁছবে বিকেল ৫টা ৫ নাগাদ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আরও পড়ুন

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চালু হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

দুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর তোড়জোড় বনদফতরের

দুর্যোগ কেটে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি। পর্যটকদের ভিড়ে খুশি জিপসি মালিকরা, দ্রুত হাতি সাফারি চালুর উদ্যোগ বনদপ্তরের।

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।