Homeভ্রমণভ্রমণের খবরঅমরনাথ যাত্রায় যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায়  ‘পিট্টু অ্যাম্বুলেন্স’, শ্বাসকষ্ট হলেই মিলবে অক্সিজেন

অমরনাথ যাত্রায় যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায়  ‘পিট্টু অ্যাম্বুলেন্স’, শ্বাসকষ্ট হলেই মিলবে অক্সিজেন

প্রকাশিত

কাশ্মীরে অমরনাথ যাত্রায় যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় সরকার নতুন এক উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রথমবারের মতো, যাত্রাপথে শ্বাসকষ্টে ভোগা যাত্রীদের সহায়তায় ব্যবহৃত হবে অভিনব ‘পিট্টু অ্যাম্বুলেন্স’। এই অ্যাম্বুলেন্সগুলি মূলত ঘোড়ার পিঠে বাঁধা দুটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাত্রীদের সহায়তা করবে। বালতাল রুটে আটটি এবং পহেলগাঁও রুটে আরও আটটি পিট্টু অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। যাত্রাপথের প্রতি দু’ কিলোমিটার অন্তর অক্সিজেন পয়েন্ট তৈরি করা হয়েছে, যেখানে ডাক্তার ও নার্স থাকবেন যাত্রীদের পরীক্ষার জন্য।

কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব অপূর্ব চন্দ্র রবিবার জানান, প্রতিদিন সেখানে দু-আড়াই হাজার যাত্রী তাদের স্বাস্থ্য পরীক্ষা করাতে আসছেন। অমরনাথ যাত্রা ২৯ জুন থেকে শুরু হয়েছে এবং চলবে ১৯ আগস্ট পর্যন্ত। এ বছর এখনও পর্যন্ত সাড়ে তিন লক্ষ দর্শনার্থী নাম নথিভুক্ত করেছেন।

২৫,০০০ আবেদনকারী, ৬০০ শূন্যপদ, মুম্বই বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার নিয়োগে চরম বিশৃঙ্খলা

অমরনাথ যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্য থেকে স্বাস্থ্যকর্মী নিয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। ৬৬১ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে হৃদরোগ বিশেষজ্ঞ, সার্জেন, রেসপিরেটরি মেডিসিন ফিজিসিয়ান, হাড়ের সমস্যা বিশেষজ্ঞসহ ৯৮ জন নার্স রয়েছেন। এছাড়া, বালতাল এবং চন্দনওয়াড়িতে ১০০ শয্যার অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে।

প্রতি বছর প্রায় ১৩ হাজার ফুট উচ্চতায় প্রাকৃতিক গুহায় শ্বেতশুভ্র অমরনাথ লিঙ্গ দর্শন করতে ভিড় হয়। এই ভিড়ের মধ্যে যাতে কোন অঘটন না ঘটে, তার জন্য কেন্দ্রীয় বাহিনী নজরদারি করছে। যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় মেডিকেল ক্যাম্প, মোবাইল এক্সরে ইউনিটও স্থাপন করা হয়েছে। দেশের ২৩টি এইমস হাসপাতালসহ ১২টি রাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের এই যাত্রায় স্বাস্থ্য পরিষেবায় নিয়োজিত করা হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

আরও পড়ুন

১৮২ বছরের ঐতিহ্যবাহী দার্জিলিংয়ের সেন্ট অ্যান্ড্রুজ চার্চের সংস্কার সম্পন্ন, ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা

দার্জিলিংয়ের ১৮২ বছরের ঐতিহ্যবাহী সেন্ট অ্যান্ড্রুজ চার্চের সংস্কার কাজ সম্পন্ন হল। প্রায় ১.৫৫ কোটি টাকা ব্যয়ে সংস্কার হওয়া এই চার্চের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিদেশি পর্যটকদের আকর্ষণে দেশে দ্বিতীয় স্থানে বাংলা, মুখ্যমন্ত্রীর প্রশংসা—এই খবর আগেই করেছিল খবর অনলাইন

বিদেশি পর্যটকদের আকর্ষণে দেশে দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। India Tourism Data Compendium 2025–এ বাংলার সাফল্য, পর্যটন উন্নয়নে মুখ্যমন্ত্রীর বার্তা।

সুন্দরবনে ২৩ জানুয়ারি থেকে শুরু পাখি উৎসব, চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত; আবেদন প্রক্রিয়া শুরু করলো এসটিআর

২০২৬ সালের ২৩–২৭ জানুয়ারি সুন্দরবনে অনুষ্ঠিত হবে পাখি উৎসব। ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু করেছে সুন্দরবন টাইগার রিজার্ভ। ১৪৫ প্রজাতির পাখি ও ৫ হাজারের বেশি দর্শনের রেকর্ডের পর এবার আরও বেশি সাড়া আশা করছে বনদফতর। আবেদন করা যাবে ২১ ডিসেম্বর পর্যন্ত।