Homeভ্রমণভ্রমণের খবরহেলিকপ্টার দুর্ঘটনায় ৭জনের মৃত্যু কেদারনাথে, বন্ধ হল পরিষেবা; কড়া নিয়মের পথে উত্তরাখণ্ড...

হেলিকপ্টার দুর্ঘটনায় ৭জনের মৃত্যু কেদারনাথে, বন্ধ হল পরিষেবা; কড়া নিয়মের পথে উত্তরাখণ্ড সরকার

প্রকাশিত

কেদারনাথ মন্দিরের কাছে রবিবার ভোরে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন সাতজন। দুর্ঘটনার পরই রোববার ও সোমবার হেলিকপ্টার পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। একইসঙ্গে তিনি হেলি-পরিষেবার জন্য একটি কঠোর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) তৈরির নির্দেশ দিয়েছেন।

হেলিকপ্টারে থাকা সাতজনের মধ্যে পাঁচজন তীর্থযাত্রী, একজন চালক এবং একজন বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির কর্মী ছিলেন। যাত্রীদের মধ্যে মহারাষ্ট্রের শ্রদ্ধা রাজকুমার জয়সওয়াল (৩৫) ও তাঁর দুই বছরের সন্তান কাশী, গুজরাটের রাজকুমার সুরেশ জয়সওয়াল (৪১), উত্তরাখণ্ডের বিক্রম সিং রাওয়াত এবং উত্তরপ্রদেশের বিনোদ দেবী (৬৬) ও তুষ্টি সিং (১৯) ছিলেন। পাইলটের নাম রাজবীর সিং চৌহান।

দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী ধামি বলেন, “আজ সকালে খারাপ আবহাওয়ার কারণে একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। প্রাণ হারানোদের জন্য আমি প্রার্থনা করি। জরুরি বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে যে DGCA-র নিয়ম যেন ভাঙা না হয় এবং হিমালয়ের উচ্চাঞ্চলে যারা হেলিকপ্টার চালাচ্ছেন, তাঁদের এই অঞ্চলের অভিজ্ঞতা থাকা আবশ্যক। অ্যাভিয়েশন সংস্থাগুলিকেও তা নিশ্চিত করতে হবে। কন্ট্রোল ও কম্যান্ড সেন্টার তৈরি করতে হবে। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।”

দুর্ঘটনার কারণ

রুদ্রপ্রয়াগ জেলার বিপর্যয় মোকাবিলা আধিকারিক নন্দন সিং রাজওয়ার জানান, প্রাথমিক তদন্তে অনুমান, ঘন কুয়াশা এবং দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে আসায় পাইলটের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। কেদারঘাটির পার্বত্য অঞ্চল অত্যন্ত সংকীর্ণ হওয়ায় নিয়ন্ত্রণ হারালে রক্ষা পাওয়া কঠিন হয়ে পড়ে। দুর্ঘটনার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়।

হেলিকপ্টারটি বেসরকারি সংস্থা অ্যারিয়ান অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেড পরিচালিত। ভোর ৫:৩০ নাগাদ কেদারনাথ থেকে গুপ্তকাশীর উদ্দেশে রওনা হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই গৌরিকুণ্ডের জঙ্গলের উপরে গৌরী মাই খার্ক নামে দুর্গম এলাকায় ভেঙে পড়ে।

নতুন নিয়মের পথে রাজ্য সরকার

এই দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী ধামি রাজ্যের মুখ্যসচিবকে একটি টেকনিক্যাল কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন, যারা হেলিকপ্টার পরিষেবার বর্তমান প্রোটোকল পর্যালোচনা করবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নিয়ম তৈরি করবে।
নতুন SOP-তে বাধ্যতামূলক করা হচ্ছে—

  • প্রতিটি হেলিকপ্টারের টেকনিক্যাল চেক
  • আবহাওয়ার রিয়েল টাইম পর্যবেক্ষণ
  • অভিজ্ঞ পাইলট ছাড়া হিমালয়ের উচ্চভূমিতে উড়ানের অনুমতি নয়

এছাড়া, অতীতের দুর্ঘটনাগুলির তদন্তে গঠিত হাই-লেভেল কমিটিকে এবার কেদারনাথের সাম্প্রতিক দুর্ঘটনাটিও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি আরও দুটি দুর্ঘটনা

গত ৮ মে গঙ্গোত্রী ধামে যাওয়ার পথে উত্তরকাশীতে আরেকটি হেলিকপ্টার ভেঙে পড়ে, তাতে ছ’জন মারা যান। ৭ জুন কেদারনাথে যাওয়ার একটি হেলিকপ্টার মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করে।

এই দুর্ঘটনা ঘটে এমন সময়, যখন দেশের মধ্যে বিমান নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। কিছুদিন আগেই লন্ডনগামী একটি এয়ার ইন্ডিয়া বিমান আহমেদাবাদে ভেঙে পড়ে, তাতে ২৪১ জন যাত্রীর মৃত্যু হয়।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার, বাবা লেখক মাহমুদ মামদানি, নিউইয়র্কের মেয়রের জীবন যেন বিশ্বনাগরিকের প্রতিচ্ছবি

আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত বামপন্থী নেতা জোহরান মামদানি (Zohran...

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড় নিয়োগ! পশ্চিমবঙ্গে ৯০ পদে লোকাল অফিসার নেওয়া হবে, আবেদন শেষ ২৩ নভেম্বর

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) পশ্চিমবঙ্গে ৯০টি পদে লোকাল ব্যাঙ্ক অফিসার নেওয়া হবে। গোটা দেশে শূন্যপদ ৭৫০। অনলাইনে আবেদন করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে pnbindia.in-এ।

পাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই লক্ষ্য

কালিম্পং জেলার ঝান্ডি গ্রাম হয়ে উঠছে বিরল প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। রুফাস নেকড হর্নবিল সহ ১৫০-র বেশি প্রজাতির পাখির বাস। বন দফতরের বার্তা—“সংরক্ষণ আগে, পর্যটন পরে।”

ট্রাম্পের আক্রমণ উপেক্ষা করে বড়ো জয় বামপন্থী প্রার্থীর, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আক্রমণ ও ব্যবসায়ী মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের...

আরও পড়ুন

পাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই লক্ষ্য

কালিম্পং জেলার ঝান্ডি গ্রাম হয়ে উঠছে বিরল প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। রুফাস নেকড হর্নবিল সহ ১৫০-র বেশি প্রজাতির পাখির বাস। বন দফতরের বার্তা—“সংরক্ষণ আগে, পর্যটন পরে।”

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চালু হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।